ডাগআউটে বসে মোহম্মদ সিরাজকে চড় মারলেন রোহিত শর্মা, ভাইরাল ভিডিও নিয়ে তুলকালাম

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের শোক ভুলতে না পারলেও ঘরোয়া সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে পর্যুদস্ত করেছে ভারতীয় দল। তাছাড়া অধিনায়ক হিসেবে নিজের যাত্রাও জয় দিয়েই শুরু করেছেন হিটম্যান। বুধবার টসে জিতে নিউজিল্যান্ডকেই প্রথম ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিল ভারতীয় দল। শুরুটা ভাল না হলেও মার্টিন গাপটিল আর মার্ক চ্যাপম্যানের জোড়া অর্ধশতরানের জেরে ১৬৪ রানের লড়াকু স্কোর খাড়া করে কিউই বাহিনী।

যদিও এই রান তাড়া করতে তেমন কোনও সমস্যা হয়নি ভারতীয় দলের। একদিকে ৪৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে বড় যোগদান রাখেন রোহিত, তেমনি অন্যদিকে মাত্র ৪০ বলে ৬২ রানের মারমুখী ইনিংস উপহার দেন সূর্যও। যার দৌলতে ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয় রোহিত বাহিনী। গোটা ম্যাচ জুড়ে একদিকে যেমন ছিল টানটান উত্তেজনা, তেমনি বেশ কিছু মজার মুহূর্তেও ভাইরাল হতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

এমনই একটি ভিডিওতে দেখা যায়, দলের অন্যতম গুরুত্বপূর্ণ জোরে বলার মহম্মদ সিরাজকে চড় মারছেন রোহিত শর্মা, পুরোটাই অবশ্য মজার ছলে। সামনে বসে থাকা রাহুল দ্রাবিড়ের পিছনে বসে মজা করছিলেন কে এল রাহুল এবং রোহিত। আর সে সময়ই সিরাজের মাথায় থাপ্পর মারতে দেখা যায় ভারত অধিনায়ককে। প্রসঙ্গত উল্লেখ্য অস্ট্রেলিয়ায় কুলদীপ যাদবের সঙ্গেও একই ঘটনা ঘটিয়েছিলেন সিরাজ। এই ভিডিও ভাইরাল হতেই সেই ভিডিও খুঁজে এনে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল করছেন সমর্থকরা।

https://twitter.com/its_mebhanu/status/1461014577877962758?t=YLHY-LTCqjJu8_yyLrBiMQ&s=19

প্রসঙ্গত উল্লেখ্য, এই ম্যাচে অবশ্য ভারতীয় সমর্থকদের মন রীতিমতো কেড়ে নিয়েছেন সিরাজ। বল হাতে মাত্র একটি উইকেট দখল করলেও খেলার প্রতি তার আবেগ মন জিতে নিয়েছে সকলের। আসলে এই ম্যাচের শেষ ওভার বল করার সময় হাত কেটে রক্ত পড়ছিল সিরাজের। এমনকি ফিজিও ছুটে এসে তার হাতে ব্যান্ডেজও বেঁধে দেন, কিন্তু তার পরেও চোট নিয়ে মাঠ ছাড়েননি এই পেসার। বরং একই ওভারে তুলে নেন রচিন রবীন্দ্রর উইকেট। তার এই দৃঢ়তা এখন রীতিমতো প্রশংসা পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

 

Abhirup Das

সম্পর্কিত খবর