টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের জন্য “বিশেষ দাবি” রোহিত শর্মার! রাখঢাক না রেখে কী জানালেন হিটম্যান?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারত ২০২৪ সালের T20 বিশ্বকাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তার আগে অর্থাৎ ২০২৩ সালের ODI বিশ্বকাপের রোহিত শর্মার নেতৃত্বেই টিম ইন্ডিয়া অপ্রতিরোধ্য থেকেই ফাইনালে পৌঁছতে সফল হয়েছিল। যদিও, চূড়ান্ত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হয় ভারতকে। এমতাবস্থায়, সম্প্রতি একটি সাক্ষাৎকারে রোহিত শর্মা ICC-র এই ৩ টি টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া জানিয়েছেন।

কী জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma):

তিনি (Rohit Sharma) বলেন, গত ৯ মাসে ভারতীয় দলকে একাধিক উত্থান-পতন মোকাবিলা করতে হয়েছে। শুধু তাই নয়, টিম ইন্ডিয়া সম্মিলিতভাবে সাফল্য অর্জনের জন্য কঠোর লড়াই করেছে। আসলে মুম্বাই ইন্ডিয়ান্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে রোহিত শর্মা বলেছেন যে, ICC-র শেষ ৩ টি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রত্যেক সদস্যই সম্মানের দাবিদার।

Rohit Sharma "special demands" for Team India players.

কী জানিয়েছেন রোহিত: ভারতীয় অধিনায়ক হিসেবে তাঁর দুর্দান্ত কার্যকাল সম্পর্কে রোহিত (Rohit Sharma) জানান, “দেখুন আমাদের দল এই ৩ টি বড় টুর্নামেন্টে কী কী অর্জন করেছে। কীভাবে তারা টুর্নামেন্টে খেলেছে এবং শুধুমাত্র একবার হেরেছে, সেটাই ফাইনালে (২০২৩ সালের ODI বিশ্বকাপ)। কিন্তু ভাবুন তো, সেটাও যদি আমরা জিততাম, তাহলে ICC-র ৩ টি টুর্নামেন্টে অপরাজিত থাকাটাই বিস্ময়কর হতো।” রোহিত বিশ্বাস করেন যে, ২৪ টি ম্যাচে ২৩ টি জয় নিঃসন্দেহে বড় ব্যাপার। তিনি আরও জানান, বাইরে থেকে দেখতে দারুণ লাগে, কিন্তু এই দলটি অনেক চড়াই-উতরাই পার করেছে।

আরও পড়ুন: ফের ভবিষ্যদ্বাণী IIT বাবার! কোন দল জিতবে IPL? জানিয়ে দিলেন এবার

পরিবর্তন এসেছে T20 বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর: প্রসঙ্গত উল্লেখ্য, রোহিতের (Rohit Sharma) এই সাক্ষাৎকারটি এমন এক সময়ে সামনে এসেছে যখন BCCI-এর শীর্ষ আধিকারিকরা ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে একটি বৈঠক করতে চলেছেন। কিন্তু সেই বৈঠকটি ইতিমধ্যেই স্থগিত হয়েছে। রোহিত জানান যে, সাফল্য এবং মানসিকতার পরিবর্তনের যাত্রা শুরু হয়েছিল ২০২২ থেকে। যখন দলটি অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছিল। সেই হারের পর থেকে, রোহিত খেলোয়াড়দের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি তাঁদের কাছ থেকে কী আশা করেন এবং তিনি কীভাবে খেলতে চান। এরপরে সমগ্র বিষয়টি স্পষ্ট হয়। রোহিত জানান, “খেলোয়াড়দের সঙ্গে অনেক কথা হয়। তাঁদের স্বাধীনতা দেওয়ার প্রয়োজন ছিল যাতে তাঁরা নির্ভয়ে খেলতে পারে। আমরা কয়েকটি সিরিজ হেরেছিলাম। কিন্তু আতঙ্কিত হইনি এবং এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় অটল ছিলাম।”

আরও পড়ুন: মহাকাশে এবার অপ্রতিরোধ্য হয়ে উঠবে ভারত! সবাইকে চমকে দিয়ে ISRO যা করল…..জানলে হবে গর্ব

৩ টি টুর্নামেন্টে যাঁরা খেলেছেন তাঁরা সবাই সম্মান পাওয়ার যোগ্য: হিটম্যান (Rohit Sharma) আরও জানান যে, “দল কঠিন সময়ের মুখোমুখি হয়েছিল। যদিও, পরে ভক্তরাও উদযাপন করার সুযোগ পেয়েছিল। আপনি যদি এইরকম কিছু করেন তবে আপনার উদযাপন করা উচিত। আমি মনে করি, এই ৩ টি টুর্নামেন্টে যাঁরা খেলেছেন তাঁদের প্রত্যেকেই সম্মান পাওয়ার যোগ্য। কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া একজন খেলোয়াড় হতাশ হয়। সে লড়াই করতে চায়, প্রত্যাবর্তন করতে চায় এবং তার কাছে যা রয়েছে তা হাসিল করার চেষ্টা করে।”

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X