কোহলি-রোহিতের ছায়াযুদ্ধ কি শেষ!না হলে রোহিত দিলেন কোহলি সম্পর্কে এমন বয়ান!

Published On:

 

বাংলা হান্ট ডেস্কঃ  বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনের জুটি ভারতীয় ক্রিকেটে ড্রেসিংরুমে আলাদা চেহারাযই এনে দিয়েছে। কিন্তু এদের মাঝখানে হঠাৎ করে বিচ্ছেদের সুর মিডিয়াতে ঝড় তুলে দিয়েছিল। এখন সেই ছায়া যুদ্ধ আছে কিনা তা হয়তো অনেকেই ভাবতে পারেন। কিন্তু টিম স্পিরিট অন্য কথাই বলছে। রোহিত শর্মা দিলেন তেমনি বয়ান“এটা একটা নির্ণায়ক ম্যাচ ছিল। আমরা এই ম্যাচটাকে উপভোগ করতে চেয়েছিলাম।

অস্ট্রেলিয়ার মতো ব্যাটিং লাইনআপকে ৩০০র কম স্কোরে আটকানো, ভীষণই বড়ো ব্যাপার ছিল। এর জন্য আমি আমাদের বোলারদের শ্রেয় দেব। ব্যাটিং চলাকালীন যখন কেএল রাহুল আউট হয় তখন একটা নতুন পার্টনারশিপের প্রয়োজন ছিল আর অধিনায়কের চেয়ে ভালো সঙ্গী আমি আর কোথায় পেতাম। ”

এরপর তিনি নিজের সেঞ্চুরি প্রসঙ্গে এবং পরবর্তী খেলায় নিজের স্পিরিট সম্পর্কে বলতে গিয়ে বলেন “যখন আমি সেঞ্চুরি পূর্ণ করে ফেলি তো বিরাট কোহলিকে বলি যে আমি বড়ো শট খেলব তুমি সামলে খেলো।

অস্ট্রেলিয়ার মতো দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে ব্যাটিং করা সবসময়ই চ্যালেঞ্জিং হয়।” তিনি আরো বলেন- “আমি খালি পিচে যত বেশি সম্ভব সময় কাটাতে চেয়েছিলাম”।

সম্পর্কিত খবর

X