লর্ডসের ভুল থেকে শিক্ষা নিয়ে ম্যানচেস্টারে নির্ণায়ক ODI-তে নামবে রোহিতের ভারত, এমন হবে একাদশ

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ম্যানচেস্টারে সিরিজ নির্ধারক ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ভারত। দুই<span;> দলেই পরিবর্তনের আশঙ্কা নেই বললেই চলে। ২০১৮ এবং ২০২১ সালের ভারত বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজগুলির মতো এবারও শেষ ম্যাচে গিয়ে সিরিজের নিষ্পত্তি হতে চলেছে। প্রথম ম্যাচে ভারত ১০ উইকেট জয় পায়। দ্বিতীয় ওডিআইতে ভারতকে ১০০ রানে হার মানতে হয়। ওল্ড ট্রাফোর্ডে শেষ হাসি কে হাসবে তা দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

<span;>আজ ম্যাচ জিততে ফের ভারত তাদের তারকা বোলার বুমরা, শামি, চাহালদের ভালো পারফরম্যান্স প্রত্যাশা করবে। কারণ গত ম্যাচে ১০০ রানের ব্যবধানে হারতে হলেও ভারতীয় বোলাররা খারাপ পারফরম্যান্স করেননি। তার পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মা চাইবেন ইংল্যান্ডের অনভিজ্ঞ পেস আক্রমণের সামনে গত ম্যাচের ভুলগুলির পুনরাবৃত্তি না করতে। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা চাইবেন নিজের অফফর্ম কাটিয়ে ফর্মে ফিরুক বিরাট কোহলি। গত ম্যাচের ব্যতিক্রমী পারফরম্যান্স বাদ দিলে ফর্মেই আছে ভারতের মিডল অর্ডার। আজ তাদের ফের একবার নিজেদের প্রমাণ করার সময়।

<span;>সম্ভাব্য ইংল্যান্ড একাদশ:
<span;>জেসন রয়, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, ওভার্টন, ডেভিড উইলি, ম্যাট পার্কিনসন, রিস টপলি,

<span;>ভারতের সম্ভাব্য একাদশ:
<span;>শিখর ধাওয়ান, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা, যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল,

X