মহা ঝড়ের বদলে রাজকোটে রোহিত তান্ডবে উড়ে গেল বাংলাদেশ।

রাজকোটে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ছিল রোহিত শর্মার টি-টোয়েন্টি কেরিয়ারের 100 তম ম্যাচ। আর নিজের একশো তম ম্যাচে একাই একশো হয়ে উঠলেন রোহিত শর্মা। এইদিন মাত্র 15 রানের জন্য হাতছাড়া হয় রোহিত শর্মার সেঞ্চুরি, কিন্তু তিনি এই দিন যে ভূমিকায় ব্যাটিং করেছেন সেটি সেঞ্চুরির থেকে কোনো অংশে কম নয় বলেই মনে করা হচ্ছে। এইদিন বিধ্বংসী ব্যাটিং করে বাংলাদেশ দলকে একা হাতে ধ্বংস করে দেয় রোহিত শর্মা।

এইদিন রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশকে। ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুটা ভালো করলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। আর তাই নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে বাংলাদেশের রান সংখ্যা গিয়ে দাঁড়ায় 153 রানে। বাংলাদেশের এই রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে দেখা যায় ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। মাত্র 43 বলে 85 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে যান রোহিত শর্মা। রোহিত শর্মার এই ইনিংসটি সাজানো ছিল ছয় টি ছয় এবং ছয়টি চার দিয়ে। যার ফলে 26 বল বাকি থাকতেই এই ম্যাচ নিজেদের পকেট ভরে নেয় ভারত।

Rohit Sharma

এইদিন রোহিত শর্মার এই 85 রানের ইনিংসটি সাজানো ছিল ছয়টি ছয় এবং ছয়টি চার দিয়ে। গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যম থেকে খবর আসছিল যে রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মহা’। তবে এই দিন রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচে ‘মহা ঝড়’ দেখা না গেলেও রাজকোট আছড়ে পড়ল রোহিত ঝড়। রোহিত শর্মার এই ভয়ঙ্কর ঝড়ে কার্যত উড়ে গেল পুরো বাংলাদেশ দল। রোহিতের ব্যাটের উপর ভর করে সহজেই এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো ভারতীয় দল। এর ফলে তিন ম্যাচের সিরিজে এই মুহূর্তে ফলাফল দাঁড়িয়ে 1-1। অর্থাৎ সিরিজের শেষ ম্যাচে যে দল জিতবে তারাই হাসবে শেষ হাসি।

Udayan Biswas

সম্পর্কিত খবর