“সবাইকে ধন্যবাদ….”, IPL চলাকালীন আচমকাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজের জন্য দল নির্বাচনের আগেই টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর টেস্ট কেরিয়ারকে বিদায় জানালেন। তাঁর আজমকাই নেওয়া এই সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছেন ক্রিকেট অনুরাগীরা। ইতিমধ্যেই রোহিত ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। যেখানে তিনি তাঁর অনুভূতি প্রকাশ করেন।

টেস্টকে বিদায় জানালেন রোহিত শর্মা (Rohit Sharma):

রোহিত শর্মা (Rohit Sharma) ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর টেস্ট ক্যাপ পোস্ট করে লিখেছেন, “সবাইকে ধন্যবাদ! আমি আপনাদের সকলকে বলতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে খেলা গর্বের বিষয়। বছরের পর বছর ধরে আমাকে সমর্থন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আমার দেশের হয়ে ODI খেলা চালিয়ে যাব।”

Rohit Sharma suddenly retires from Test cricket.

টিম ইন্ডিয়ার অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সাম্প্রতিক ফর্ম একটা উদ্বেগের বিষয় ছিল। এই কারণেই তাঁর সম্পর্কে বলা হচ্ছিল যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য তাঁকে নির্বাচিত নাও করা হতে পারে। এমনকি, তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছিল।

আরও পড়ুন: “আভি পিকচার বাকি হ্যায়”, অপারেশন সিঁদুরের পর জানালেন ভারতের প্রাক্তন সেনা প্রধান! ফের হবে ধামাকা?

এদিকে, রোহিত শর্মার (Rohit Sharma) শেষ সিরিজ হল অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফি। যেখানে তিনি খারাপ ফর্মের মুখোমুখি হয়েছিলেন। এমতাবস্থায়, তাঁর ফর্ম নিয়ে সমালোচনা শুরু হলে, তিনি ওই টেস্ট সিরিজের শেষ ম্যাচে খেলা থেকে বিরত থাকেন। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, রোহিত শর্মার টেস্ট কেরিয়ার হয়তো শেষ হতে চলেছে। যদিও, পরে রোহিত শর্মা সংবাদমাধ্যমের সামনে এসে তা অস্বীকার করেন।

আরও পড়ুন: “অপারেশন সিঁদুর”-এর সাফল্যে পাকিস্তানকে ২২ শব্দে কড়া বার্তা দিলেন সচিন, স্পষ্ট জানালেন…..

উল্লেখ্য যে, অস্ট্রেলিয়া সফরের পর, রোহিত (Rohit Sharma) চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেন। যেখানে তিনি তাঁর দুর্দান্ত অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও ঝড় তোলেন। শুধু তাই। লু, ১২ বছর পর ICC চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে টিম ইন্ডিয়া।ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে পরাজিত করে। এদিকে, রোহিতের নেতৃত্বেই ভারত গত বছর T20 বিশ্বকাপের শিরোপাও জিতেছিল।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X