অধিনায়ক হতেই ধোনিকে স্মরণ রোহিত শর্মার, মাহিকে নিয়ে দিলেন চমকপ্রদ বয়ান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা শনিবার জানিয়েছেন যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে ভারতীয় দল এখনও এমন কোনও ফিনিশার খুঁজে পায়নি যিনি ধোনির অভাব পূরণ করতে পারবেন। ‘ফিনিশার’-এর ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিশেষ করে ব্যাটিং অর্ডারে ষষ্ঠ এবং সপ্তম অবস্থানে ব্যাটিংয়ের ব্যাপারে রোহিত স্বীকার করেছেন যে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা ছাড়াও তাদের আরও ‘ব্যাক-আপ’ প্রস্তুত করতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইয়ের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেছিলেন, “ওয়ান ডে ফরম্যাটে একজন ফিনিশারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ধোনির অবসর নেওয়ার পর থেকে আমরা এমন কাউকে খুঁজে পাইনি যে ওই ভূমিকায় মানানসই। হার্দিক খেলেছেন, চেষ্টা করেছেন, এমনকি জাদেজাও খেলেছেন কিন্তু এই পজিশনের জন্য আমাদের আরও ‘ব্যাক-আপ’ প্রস্তুত করতে হবে। এই সিরিজে যে ক্রিকেটাররা ওই জায়গায় সুযোগ পাচ্ছেন, তাদের কাছ আশা করা হবে যে এই সুযোগগুলো কাজে লাগিয়ে দলে নিজেদের জায়গা মজবুত করবেন।”

   

রোহিত আরও যোগ করেন, “একজন ফিনিশার একটি গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করেন এবং প্রায়শই তার ব্যাটিং ম্যাচের ফলাফল বদলে দিতে পারে।” চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি মিডল অর্ডার থেকে পরিবর্তিত হয়ে ওপেনার হিসেবে মাঠে নেমেছিলেন, আপনি কি জুনিয়র ক্রিকেটারদের সুযোগ দেবেন? এই প্রশ্নের জবাবে রোহিত হেসে সাংবাদিককে বলল, “তাহলে তুমি বলছ যে আমি আর শিখর দল থেকে বেরিয়ে যাই আর ঈশান কিষাণ আর ঋতুরাজ গায়কোয়াড়কে ওপেন করতে দিই?’

Rohit Sharma

রোহিত বলেছেন, “আমাদের ভবিষ্যতে অনেক ম্যাচ খেলতে হবে, তাই ব্যাটসম্যানরা অনেক সুযোগ পাবে। শিখর ধাওয়ান দক্ষিণ আফ্রিকায় ভাল ব্যাটিং করেছেন, এখন তিনি কোভিড আক্রান্ত, এমনকি ঋতুও কোভিডের কবলে। তাই ইশান সুযোগ পাচ্ছে এবং তাই তরুণরা সুযোগ পেতে থাকবে তবে আপনি কীভাবে তাদের ব্যবহার করবেন, এটাই গুরুত্বপূর্ণ বিষয়।’

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর