চতুর্থ ক্রিকেটার হিসেবে খেলরত্ন সম্মান পেতে চলেছেন রোহিত শর্মা, তালিকায় আরও তিন ক্রীড়াবিদ

বাংলাহান্ট ডেস্কঃ বরাবরই তিনি বাইশ গজে ব্যাট হাতে জ্বলে ওঠেন। যখনই দলের প্রয়োজন হয় তখনই ব্যাট হাতে দলকে টেনে নিয়ে যান রোহিত শর্মা। 2019 ওয়ানডে বিশ্বকাপে পাঁচ পাঁচটি সেঞ্চুরি করেছিলেন তিনি। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত চলছে রোহিত শর্মার ব্যাট। মঙ্গলবার সেই রোহিত শর্মাকেই দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্নের জন্য মনোনীত করা হল।

ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কুস্তিগীর বীনেশ ফোগত, প্যারা অলিম্পিকে সোনাজয়ী হাইজাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু, মহিলা টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা।

22205157268f71eb2834f12621b21d2843e8d34a89709572f0d3916748016db90498d37ab

ক্রীড়া মন্ত্রকের 12 সদস্যের একটি কমিটি কেন্দ্রের কাছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর জন্য চার জনের নাম পাঠিয়েছেন। রোহিত শর্মার আগে আরও তিন জন ক্রিকেটার খেলরত্ন সম্মান পেয়েছেন। তাঁরা হলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকার, বিশ্বজাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার তাদের সাথে একই সারিতে নাম আসতে চলেছে রোহিত শর্মার নাম।


Udayan Biswas

সম্পর্কিত খবর