রোহিতই থাকবেন অধিনায়ক, ODI বিশ্বকাপের জন্য এই ২০ ক্রিকেটারকে নির্দিষ্ট করেছে BCCI!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ২০২৩ সালের ১লা জানুয়ারী। বছরের প্রথম দিনেই অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পর্যালোচনা সভা। আর আজকের ওই সভা থেকে সামনে এসেছে ভারতীয় দল (Team India) সংক্রান্ত একটি বড় আপডেট। জানা গিয়েছে নানানরকম জল্পনা কল্পনা থাকলেও আসন্ন ওডিআই বিশ্বকাপ অবধি রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় অধিনায়ক থাকা নিশ্চিত। টেস্ট ফরম্যাটেও তিনি নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে।

আজকের সভাটির পরিচালনার দায়িত্বে ছিলেন বিসিসিআইয়ের সেক্রেটারি (BCCI Secretary) জয় শাহ (Jay Shah)। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid)। আজকের সভায় গতবছর ভারতীয় দলের পারফরম্যান্স এবং ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টগুলিতে (ICC Tournaments) কেমন রণনীতি কি হওয়া উচিত সেই নিয়েও আলোচনা করা হয়েছিল।

পিটিআইয়ের (PTI) রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে টেস্ট এবং ওয়ান ডে ফরম্যাটে আপাতত রোহিত শর্মার অধিনায়কত্ব কেড়ে নেওয়ার ব্যাপারে কোনও আলোচনা করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র তাদের জানিয়েছে, “রোহিত শর্মা টেস্ট এবং ওডিআইতে ভারতকে নেতৃত্ব দিয়ে যাবেন আগের মতোই। তার অধিনায়কত্বের রেকর্ড নিয়ে আশাহত হওয়ার কোনও কারণ এখনও দেখা যায়নি।”

rohit resting

এইমুহূর্তে ভারতীয় ক্রিকেট দল প্রতিটি ফরম্যাটেই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আপাতত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হচ্ছে চলতি বছরে দেশের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে। এইমুহূর্তে বিসিসিআই টি-টোয়েন্টি ফরম্যাটকে অধিক গুরুত্ব দিতে নারাজ। তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতের দ্বিতীয়বার সেই টুর্নামেন্টের ফাইনাল খেলার ভালো সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে যেন ভারতীয় দলকে নিয়ে হতাশ না হতে হয়, সেইদিকেও কড়া নজর রাখছে বিসিসিআই।

তার জন্য ইতিমধ্যে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ একটি বড় পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন যে ৫০ ওভারের বিশ্বকাপের কথা মাথায় রেখে বোর্ড টুর্নামেন্টের জন্য ২০ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে যাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। খুব প্রয়োজন না হলে এই ২০ জনের বাইরে অন্য কাউকে নেওয়া হবে না বিশ্বকাপের জন্য নির্বাচিত স্কোয়াডে।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর