বাংলা হান্ট ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) সম্প্রতি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বর্তমানে তিনি কেবল টিম ইন্ডিয়ায় ODI দলের অধিনায়ক। এদিকে, খবর আসছে যে এই কিংবদন্তি খেলোয়াড় ২০২৫ এর পরে অস্ত্রোপচারের সম্মুখীন হবে। খবর অনুযায়ী, রোহিত গত পাঁচ বছর ধরে একটি সমস্যায় ভুগছেন। যার কারণে তিনি ক্ষতিরও সম্মুখীন হয়েছেন।
এবার বড়সড় অস্ত্রোপচারের সম্মুখীন হবেন রোহিত শর্মা (Rohit Sharma):
আসলে রোহিত শর্মা (Rohit Sharma) হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। এর সঠিক চিকিৎসা কেবল অস্ত্রোপচারের মাধ্যমেই করা যেতে পারে। এমতাবস্থায়, দাবি করা হচ্ছে যে, IPL-এর পরে তাঁর এই অস্ত্রোপচারটি হবে।
রোহিতের অস্ত্রোপচার হবে: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মা (Rohit Sharma) ২০২৭ বিশ্বকাপ খেলতে চান এবং এটাই তাঁর অস্ত্রোপচারের জন্য সঠিক সময়। রোহিত শর্মা দীর্ঘদিন ধরে এই অস্ত্রোপচার স্থগিত করে আসছিলেন। কারণ, সেই সময়ে টেস্ট দলের অধিনায়ক ছিলেন এবং বড় টুর্নামেন্টের কারণে রোহিত অস্ত্রোপচার করাতে পারেননি। কিন্তু এখন তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাই, এখন তাঁর অস্ত্রোপচার করানোর ক্ষেত্রে এবং তা থেকে সেরে ওঠার জন্য যথেষ্ট সময় থাকবে।
আরও পড়ুন: “আমার কাছে টাকা…..”, এবার সরকারের কাছে বড় দাবি করলেন জ্যোতি মালহোত্রার বাবা, জানালেন…..
রোহিত শর্মার হাতে প্রচু র সময় আছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রোহিত শর্মা (Rohit Sharma) আর টেস্ট ক্রিকেট খেলছেন না। আগামী ৩ মাস কোনও ODI সিরিজও নেই। এমন পরিস্থিতিতে, রোহিতের সুস্থ হওয়ার জন্য যথেষ্ট সময় আছে। উল্লেখ্য যে, ২০১৬ সালে রোহিত শর্মার কোয়াডস টেন্ডনে অস্ত্রোপচার করা হয়েছিল। যেটি থেকে সেরে উঠতে তাঁর ৩ মাস সময় লেগেছিল। এদিকে, হ্যামস্ট্রিং সার্জারি থেকে সেরে উঠতে তার ৩-৪ মাস সময় লাগতে পারে।
আরও পড়ুন: নিজের দেশের শিশুদের ওপরেই ড্রোন হামলা চালাল পাকিস্তানের সেনাবাহিনী! মৃত ৪, প্রশ্নের মুখে মুনির
জানিয়ে রাখি, ভারতকে তার পরবর্তী ODI সিরিজ খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক তিক্ত হওয়ায় এই সফর এখনও নিশ্চিত হয়নি। এর মানে হল, ২০২৫ সালের IPL-এর পর রোহিতের অস্ত্রোপচার করানো এবং তা থেকে সেরে উঠতে তাঁর কোনও সমস্যা হওয়ার কথা নয়। এদিকে, রোহিত (Rohit Sharma) যদি ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে চান, সেক্ষেত্রে তাঁকে সম্পূর্ণ ফিট থাকতে হবে এবং এই অস্ত্রোপচারটি তাঁর জন্য বড় প্রয়োজন হিসেবেও বিবেচিত হচ্ছে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: