বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়ান ডে ফরম্যাটের স্থায়ী অধিনায়ক হওয়ার পর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজই ছিল রোহিত শর্মার দায়িত্বে প্রথম ওয়ান ডে সিরিজ। তার নেতৃত্বে, ভারতীয় দল সিরিজে ২-০ ফলে এগিয়ে গিয়ে সিরিজ জিতে নিয়েছে। এখন তাদের চোখ ক্লিন সুইপের দিকে। ভারত প্রথম ম্যাচে ৬ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের ব্যবধানে জিতেছিল। এই সিরিজে এখন পর্যন্ত রোহিত শর্মা ক্রিকেট বিশ্বের কাছে অনেক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন যা দেখে অনেকেই অবাক হয়েছেন। দেখে নেওয়া যাক সেই সিদ্ধান্তগুলি।
- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে লোকেশ রাহুলের সাথে নয়, তারকা উইকেটরক্ষক রিশভ পন্থকে নিয়ে সবাইকে অবাক করে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও পন্থ সফল হননি এবং রোহিতও জানিয়ে দেন সেটা একটি অস্থায়ী সিদ্ধান্ত ছিল। পরবর্তীতে তা আর দেখা যাবে না।
- ভারতীয় পিচ সবসময় স্পিনারদের সমর্থন করে। এমন পরিস্থিতিতেও দুই লেগস্পিনার নিয়ে দল সাজানোর পরিবর্তে চাহালের সাথে অফস্পিন-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিয়েছিলেন রোহিত। দুই ম্যাচেই ব্যাট এবং বল দুই বিভাগেই ভালো পারফরম্যান্স করে রোহিতের সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করেছেন রোহিত।
- দীপক হুডা দুই ম্যাচেই স্বল্প সুযোগে ব্যাট হাতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। দ্বিতীয় ম্যাচে রাহুল দলে ফেরায় অনেকে আশা করেছিলেন দীপক হুডাকে হয়তো বাইরে বসতে হবে। কিন্তু তরুণ অলরাউন্ডারকে না বসিয়ে রোহিত প্রমাণ করেছেন তিনি তরুণদের পাশে আছেন।