বাংলা হান্ট ডেস্ক: বেঙ্গালুরু টেস্ট ম্যাচে হারের চিন্তা বাড়ছে টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে আউট হওয়া টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে শক্তিশালী প্রত্যাবর্তন করলেও কিউইদের জন্য বড় লক্ষ্য নির্ধারণ করতে পারেনি। ঠিক এই আবহেই ম্যাচের চতুর্থ দিনের খেলাটি বৃষ্টির কারণে প্রায় এক ঘন্টা আগে শেষ করতে হয়। তবে তার ঠিক আগে, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি আম্পায়ারের সাথে তুমুল তর্ক করেন। এমতাবস্থায়, এই বিষয়টি এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বেঙ্গালুরু টেস্টে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন রোহিত (Rohit Sharma)-বিরাট:
জানিয়ে রাখি যে, শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা এই ম্যাচের চতুর্থ দিনে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস ৪৬২ রানে শেষ হয়। এমন পরিস্থিতিতে জয়ের জন্য ১০৭ রানের টার্গেট পায় কিউই দল। দিনের খেলার প্রায় এক ঘণ্টা বাকি থাকতেই দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। সেই সময়ে, স্টেডিয়ামের ওপরে আকাশে ঘন মেঘ ছিল। যা টিম ইন্ডিয়ার জন্য একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হয়েছিল। কারণ, তখন বল সুইংয়ের ক্ষেত্রে জাসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজকে সাহায্য করতে পারত।
কিন্তু, প্রথম ওভার করতে আসা বুমরাহর মাত্র ৪ টি বল করার পরেই আম্পায়াররা খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন। কারণ, আলো কমে আসায় স্টেডিয়ামের চারটি ফ্লাড লাইট জ্বললেও অন্ধকার হয়ে আসছিল। এমন পরিস্থিতিতে আম্পায়াররা লাইট মিটার দিয়ে আলো পরীক্ষা করে খেলা বন্ধের সিদ্ধান্ত নেন। যার জেরে নিউজিল্যান্ডের দুই ওপেনারই তৎক্ষণাৎ প্যাভিলিয়নের দিকে চলে যান। যেটি তাঁদের জন্য বড় স্বস্তি হলেও টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা। এরপর আম্পায়ার পল রাইফেল ও মাইকেল গফের সঙ্গে তর্ক শুরু করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
আরও পড়ুন: সরফরাজের সেঞ্চুরিতে মুগ্ধ ওয়ার্নার! হিন্দিতে দিলেন মন ছুঁয়ে যাওয়া প্রতিক্রিয়া, জানালেন….
বিরাট-রোহিতের তুমুল তর্ক: শুধু তাই নয়, ১ ওভার শেষ না করে কেন খেলা বন্ধ করে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন রোহিত। এর পাশাপাশি, রোহিত (Rohit Sharma) হয়তো আম্পায়ারদের এটাও বোঝানোর চেষ্টা করছিলেন যে টিম ইন্ডিয়া স্পিনারদের দিয়েও বোলিং করাতে পারে। কিন্তু, সেই সময় রোহিতকে খুব রাগান্বিত দেখাচ্ছিল এবং বিরাট কোহলিও তর্ক শুরু করেন। তিনিও আম্পায়ারদের সামনে যুক্তি উপস্থাপন করেন। পুরো দল উভয় আম্পায়ারকে ঘিরে ফেললেও আম্পায়াররা ভারতীয় দলের কথা শোনেননি এবং তাঁদের সিদ্ধান্তে অনড় থাকেন। এমতাবস্থায়, টিম ইন্ডিয়া কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে থাকলেও তারপরেই বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টি শুরু হয় এবং মাঠ ঢেকে দিতে হয়।
আরও পড়ুন: শ্রেয়স আইয়ারের কেরিয়ারে বড় স্বস্তি! দীর্ঘ ১১ মাসের অপেক্ষা শেষে দেখালেন আসল চমক
আম্পায়ারদের সিদ্ধান্ত কি আদৌ ভুল ছিল: বৃষ্টি এতটাই প্রবল ছিল যে ম্যাচ পুনরায় শুরু করার আশা হারিয়ে যায় এবং স্টাম্প ঘোষণা করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় অধিনায়কের তর্ক করা ঠিক ছিল কি না? উত্তর হল না। আসলে, নিয়ম অনুযায়ী, যেকোনও টেস্ট ম্যাচে যখনই আলো ম্লান হতে শুরু করে, তখনই আম্পায়ার তাঁর মিটার থেকে রিডিং নেন। যদি সেই রিডিংয়ে খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ম্যাচের বাকি দিনের জন্যও একই রিডিং প্রয়োগ করা হয়। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে, খারাপ আলোর কারণে ১০ মিনিট আগে ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই সময়েও রিডিং নেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে, চতুর্থ দিনেও আম্পায়াররা একই নিয়ম প্রয়োগ করেছিলেন এবং নিয়ম অনুযায়ী তাঁরা তাঁদের সঠিক জায়গায় ছিলেন। এদিকে, এই বিতর্কের জেরে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির জরিমানা হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।