বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মার নেতৃত্বে আগামীকাল থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এই নিয়ে ১০০ বার ভারতীয় দলের সাদা জার্সি গায়ে চাপাবেন। সম্প্রতি তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট। এরপর রোহিত শর্মাই সামলাচ্ছেন ভারতীয় দলের সব ফরম্যাটের অধিনায়ক। নিজের প্রথম টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করার আগে ভারতীয় দল কোহলির জন্য বিশেষ কিছু করতে চায় বলে রোহিত শর্মা জানিয়েছেন।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টটি দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির জন্য স্মরণীয় করে রাখতে চান। শুক্রবার, কোহলি দ্বাদশ তম ভারতীয় এবং বিশ্বের ৭১ তম টেস্ট ক্রিকেটার হিসাবে ১০০তম টেস্ট খেলার কীর্তি অর্জন করবেন। তিনি আরও বলেন, ‘এটি তার জন্য একেবারে চমৎকার একটি যাত্রাপথ ছিল। তার অভিষেক হওয়ার পর থেকে এটি একটি দীর্ঘ এবং দুর্দান্ত যাত্রা হয়েছে এবং তার শততম ম্যাচ খেলার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়েছে।
রোহিত বলেছেন, ‘এটা দেখে খুব ভালো লাগছে যে তিনি টেস্টে এই কৃতিত্ব অর্জন করেছেন এবং তার এই অগ্রগতি আগামী বছরগুলিতেও অব্যাহত থাকবে। আমরা অবশ্যই তার জন্য উদ্বোধনী টেস্টকে বিশেষ করে তুলতে চাই এবং আমরা সেট করার জন্য প্রস্তুত। টেস্ট দল হিসেবে আমরা ভালো অবস্থানে আছি। টেস্ট দল হিসেবে আমরা যে অবস্থানে আছি তার সব কৃতিত্ব বিরাটকে। সে যেখানে ছেড়েছে, আমি সেখান থেকে সলকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবো।’
টেস্ট দলের নিয়মিত সদস্য চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে খারাপ ফর্মের কারণে এই সিরিজ থেকে বাদ পড়েছেন, তবে রোহিত ভারতকে দল গঠনে তার অবদানের স্বীকৃতি দিয়েছেন। রাহানে ও পূজারাকে সম্পর্কে রোহিত বলেন, ‘রাহানে ও পূজারার মতো খেলোয়াড়দের জায়গা পূরণ করা সহজ নয়। তারা দলের জন্য যা যা করেছেন তা মুখে বলে বোঝানো যাবে না। বিদেশের মাটিতে জয়, আমাদের টেস্টে এক নম্বর হওয়া, এসব কিছুতেই তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।”