মাথায় আকাশ ভাঙলো রোহিত শর্মার! বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বাবরের চেয়েও খারাপ অবস্থা হিটম্যানের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) রোহিত শর্মার (Rohit Sharma) সময়টা কাটছিল অত্যন্ত ভালো। প্রথম ম্যাচে তিনি রান পাননি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেন। তারপর আহমেদাবাদে বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন পাকিস্তান দলকে উড়িয়ে দেয় ভারত এবং তিনি নিজেও একটি সুন্দর ইনিংস খেলেন। বৃহস্পতিবার ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নামতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh)। খাতা-কলমে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকলেও তারা ভারতকে অনেকবার হারিয়েছে। ফলে সতর্ক থাকতে হবে ভারতীয় দলকে।

নতুন বিপত্তি কাঁধে চেপে বসলো রোহিত শর্মার। ভারতীয় অধিনায়ক চলতি বিশ্বকাপে বারবার প্রশংসিত হচ্ছেন নিজের ব্যাটিং এবং অধিনায়কত্বের কারণে। কিন্তু এবারের নিয়ম ভাঙার কারণে তাকে পুলিশের খপ্পড়ে করতে হলো। বড় অঙ্কের জরিমানা দিতে হল হিটম্যানকে!

rohit চিন্তিত

মুম্বাইয়ের সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের ঠিক আগের দিন তিনি মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাচ্ছিলেন। প্রসঙ্গত এই পুনেতেই আয়োজিত হবে বাংলাদেশ বনাম ভারত ম্যাচটি। চলতি বিশ্বকাপে প্রথমবার কোন দল ম্যাচ খেলতে নামবে এই মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।

আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে বিস্ফোরক সৌরভ! খুঁজে দিলেন বাবর আজমদের দুর্বলতা

তবে তার আগে নিজের বিপদ নিজেই বাড়ালেন রোহিত। মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট হলো ২০০ কিমি/ঘন্টা। কিন্তু সেই নিয়ম মানেননি ভারতীয় অধিনায়ক। রোড ট্রান্সপোর্ট অফিসের তরফ থেকে তাই তিনবার রোহিত শর্মার জন্য চালান কাটা হয়। মনে করা হচ্ছে বেশ বড় অঙ্কের আর্থিক জরিমানা দিতে হয়েছে হিটম্যানকে। যদিও টাকার অঙ্কটা প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: কপিল দেবের রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নামবে রোহিত! ভয়ে কাঁপবে বোলাররা

বাংলাদেশ বনাম ভারত এবং পাকিস্তান বনাম ভারত ম্যাচের মধ্যে পাঁচ দিনের ব্যবধান থাকায় রোহিত শর্মা মুম্বাই এ নিজের পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চলে গিয়েছিলেন। তারপর তিনি যখন নিজের ল্যাম্বরগিনি গাড়িতে চেপে পুনেতে দলের সঙ্গে যোগ দেওয়ার উদ্দেশ্যে আসছিলেন তখন এই ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছে। ঘটেছিল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে। এশিয়া কাপ এবং বিশ্বকাপের মাসের সময়ে তিনি পাকিস্তানে এভাবে স্পিড লিমিট ভাঙার কারণে জরিমানা দিয়েছিলেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও ঠিক একই দায়িত্বজ্ঞানহীনের মত কাজ করলেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর