রাফাকে সমর্থন করে ট্রোলড রোহিত শর্মা স্ত্রী! চাপে ডিলিট করলেন ইনস্টা স্টোরি

বাংলাহান্ট ডেস্ক : প্যালেস্তাইন ও ইজরায়েলের মধ্যে গত কয়েক মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি জারি রয়েছে। দুই পক্ষের আক্রমণ ও প্রতিআক্রমণে প্রাণ গেছে বহু মানুষের। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উঠেছে এই যুদ্ধ বন্ধের দাবি। সামাজিক সংগঠন থেকে শুরু করে খেলার মাঠ, ভয়ংকর এই যুদ্ধ বন্ধের দাবি তুলেছেন অনেকেই।

এবার ভারতীয় ক্রিকেট দলের সদস্য রোহিত শর্মার (Rohit Sharma) স্ত্রী ঋতিকা সজদে সোশ্যাল মিডিয়ায় দুই দেশের মধ্যে চলা এই যুদ্ধ নিয়ে পোস্ট করলেন। ঋতিকা ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, “All Eyes of Rafah,” যার অর্থ, সব চোখ রাফায়। এই পোস্টের ছবিতে দেখা গেছে সেখানে রয়েছে হাজার হাজার কফিন।

আরোও পড়ুন : ২ সন্তানের বাবা, ‘বিবাহিত’ শিক্ষকের সাথে ঘনিষ্ঠতা! শেষমেশ যা পরিণতি হল জলপাইগুড়ির যুবতীর….

ঋতিকার এই পোস্ট এখন বেশ ভাইরাল সমাজমাধ্যমে। অনেক ব্যবহারকারী তাঁর সমর্থনে আওয়াজ তুললেও, অনেকেই আবার কটাক্ষ করেছেন রোহিত পত্নীকে। সম্প্রতি ইজরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়েছে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে প্যালেস্তাইনের রাফা শহরে। সূত্রের খবর, রাফা শরণার্থী শিবিরে হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৫ জন।

আরোও পড়ুন : এক্কেবারে ‘জোড়া শাস্তি’! মাথা চাপড়াচ্ছেন করদাতারা, TDS নিয়ে চমকে দেওয়া খবর আয়কর দফতরের

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। রাফার ওপর হামলার পর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘অল আইজ অন রাফা’। সেই ট্রেন্ডে শামিল হয়ে নিজের বক্তব্য প্রকাশ করেছেন ঋতিকা। রাফা শহরে বসবাসরত প্যালেস্তিনীয়দের সমর্থনে গোটা বিশ্ব থেকে আওয়াজ উঠেছে।

Ritika Sajdeh Rohit Sharma All Eyes On Rafah 1716951584305 1716951589693

পাকিস্তান ক্রিকেট দলের অনেকেই এই বিষয়ে আওয়াজ তুলেছেন। তবে ভারত থেকে এই প্রথম ক্রিকেট দলের সঙ্গে যুক্ত কেউ বিষয়টি নিয়ে মুখ খুললেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকলেও, ঋতিকা সজদে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কখনো কিছু লেখেন না। তবে এবার তিনি সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন রাফায় হামলা নিয়ে। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া আসবে তা প্রত্যাশিত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর