বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি আইপিএলে এমন অনেক তারকা ফর্মে ফিরেছেন, যাদের ভারতীয় দলে কেরিয়ারে শেষ বলে সকলে ভেবে নিয়েছিলেন। কিন্তু চলতি আইপিএলে তারা নিজেদের সমালোচকদের ভুল প্রমাণ করেছেন। এমনই কয়েকজনের কথা তুলে ধরা হলো এই প্রতিবেদন।
চলতি আইপিএলে যাবতীয় বঞ্চনার জবাব দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। পার্পল ক্যাপের দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন। ভারতীয় দলে সুযোগ পেলেও সম্প্রতি চাহাল ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে যুক্ত ছিলেন না। কিন্তু ১০ ম্যাচে ১৯ উইকেট নিয়ে চাহাল বুঝিয়ে দিচ্ছেন যে ফের ভারতীয় বোলিংয়ের ট্রাম্প কার্ড হয়ে উঠতে প্রস্তুত চাহাল।
দীনেশ কার্তিক আইপিএল ২০২২-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়ে খেলছেন এবং তিনি এখনও পর্যন্ত ব্যাঙ্গালোরের বেশিরভাগ ম্যাচে ভাল ব্যাটিং করেছেন। ২০১৯ সালে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন কার্তিক। তবে, এখন পুরো পৃথিবীর ক্রিকেটপ্রেমীরা এবং অনেক অভিজ্ঞ ক্রিকেটার বিশ্বাস করেন যে কার্তিককে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে দেখা যাবে এবং একজন দক্ষ ফিনিশারের ভূমিকা পালন করবেন তিনি।
চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন শিখর ধাওয়ান। ব্যাট হাতে বোলারদের রীতিমতো দাপট দেখিয়ে শাসন করছেন তিনি। এখনও অবধি ৩৬৯ রান করে রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সফরে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। এখন ফের ভারতীয় টি টোয়েন্টি দলে প্রত্যাবর্তন করতে প্রস্তুত গব্বর।