অবশেষে রাজি হলেন রোহিত শর্মা! ভারতের পরের ম্যাচে BCCI-এর ইচ্ছামতো দল নামাবেন তিনি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপের (2023 ODI World Cup) শুরুর দিকে অসাধারণ পারফরম্যান্স করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মুখে হাসি ফুটিয়েছে গোটা দল অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ভারতীয় দলের (Indian Cricket Team) উদ্দেশ্যে একটি পরামর্শ দিয়ে যাচ্ছে যা এশিয়া কাপ থেকেই শুনছিলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দল এই মুহূর্তে দুই মূল পেসার হিসেবে সিরাজ ও বুমরা এবং দুই ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) নিয়ে মাঠে নামছিল। যার জন্য মাঠের বাইরে বসে থাকতে হচ্ছিল অভিজ্ঞ ও দক্ষ ফাস্ট বোলার মহম্মদ শামিকে (Md Shami)।

এই বিষয়টা নিয়ে অনেকেরই আপত্তি ছিল। শার্দূল একজন অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার সমান দক্ষতা সম্পন্ন বলে অনেকেই মনে করেন না। আর বিশ্বকাপের ম্যাচগুলিতে সেই কথা বারবার প্রমাণিত হয়েছে। ব্যাট হাতে বিশ্বকাপে সুযোগ না পেলেও এশিয়া কাপে সুযোগ পেয়েছিলেন শার্দূল। সেখানে তিনি ব্যর্থ হওয়ার পাশাপাশি বল হাতেও আর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন না।

shardul thakur

তাও হয়তো প্রথম চার ম্যাচে জয় আসায় উইনিং কম্বিনেশন চেঞ্জ করতেন না রোহিত। কিন্তু বাংলাদেশ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এর পরের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে থাকছেন না। এর ফলে নতুন করে ভাবতে হচ্ছে রোহিতকে।

আরও পড়ুন: রোহিতকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ভুল করতে না করছে বিশেষজ্ঞরা! বড় ধাক্কা খাবে ভারত

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এর পরের ম্যাচে বাদ পড়তে চলেছেন শার্দূল ঠাকুরও। ব্যাটিংকে শক্তিশালী করার জন্য তার জায়গায় দলে আনা হবে সূর্যকুমার যাদবকে। ওডিআই ফরম্যাটে তার রেকর্ড চমকপ্রদ না হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই সিরিজে তিনি ভালো পারফরম্যান্স করে অনেকের আস্থা কিছুটা অর্জন করতে পেরেছেন।

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতীয় দলের সবচেয়ে ধারাবাহিক দুই ক্রিকেটার কে? কোহলি বা রোহিত নেই তালিকায়

আর আহত হার্দিক পান্ডিয়ার জায়গায় দলে আসবেন শামি। বোলার হিসেবে তিনি এবং হার্দিক দুজনের চেয়ে অনেক এগিয়ে। ফলে এটা ছিল একটা অটোমেটিক চয়েজ। আর একবার যদি তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে মনে রাখার মত একটি পারফরম্যান্স করে দেন তাহলে হার্দিক পান্ডিয়া পরবর্তীতে একাদশে ফিরলেও তার দলে থাকাটা নিশ্চিত হয়ে যাবে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর