বাংলাদেশের বিরুদ্ধেই তৈরি হবে ইতিহাস? বড় নজির গড়ার পথে রোহিত শর্মা, জানলে আপনারও হবে গর্ব

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরতে প্রস্তুত ভারতীয় দলের (India National Cricket Team) খেলোয়াড়রা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। যার জন্য আগামী সপ্তাহে দল ঘোষণা করা হতে পারে। এদিকে, আগামী কয়েক মাস ভারতীয় দল খুব ব্যস্ত থাকতে চলেছে।

ভারতীয় ব্যাটার (India National Cricket Team) হিসেবে ইতিহাস তৈরির সুযোগ রোহিতের:

কারণ, ভারতীয় দলকে (India National Cricket Team) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টি টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। এদিকে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে বাংলাদেশের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে হবে ভারতকে। কারণ এরপর টিম ইন্ডিয়াকে আরও বড় দলের বিরুদ্ধে খেলতে হবে। যেখানে কড়া টক্কর দেখা যেতে পারে। এদিকে, আসন্ন বাংলাদেশ সিরিজে বড় নজির গড়ার সুযোগ থাকবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কাছে।

   

জানিয়ে রাখি যে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত সেঞ্চুরি করলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার তালিকায় স্টিভ স্মিথকে পেছনে ফেলবেন তিনি। রোহিত এখনও পর্যন্ত WTC-তে ৯ টি সেঞ্চুরি করেছেন। এমতাবস্থায়, যদি তিনি বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেন সেক্ষেত্রে এই সংখ্যা পৌঁছে যাবে দশে। আর তা হলে প্রথম ভারতীয় ব্যাটার (India National Cricket Team) হিসেবে এই নজির গড়বেন তিনি।

Rohit Sharma will make a big record India national cricket team.

জানিয়ে রাখি যে, WTC-তে সবচেয়ে বেশি সেঞ্চুরির (১৬) মালিক হলেন জো রুট। এদিকে, মারনাস লাবুশানে ১১ টি সেঞ্চুরি করেছেন এবং কেন উইলিয়ামসন করেছেন ১০ টি সেঞ্চুরি। রোহিত শর্মা ইতিমধ্যেই WTC-তে ভারতীয় ব্যাটার (India National Cricket Team) দ্বারা সর্বাধিক সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছেন। রোহিত শর্মার পর দ্বিতীয় স্থানে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল ও বিরাট কোহলি। যাঁরা ৪ টি করে সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন: সমালোচকদের কড়া জবাব দিলেন ঋষভ পন্থ! দলীপ ট্রফিতে মাত্র এত বলেই করলেন হাফ-সেঞ্চুরি

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এদিকে, ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সম্প্রতি ২ ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে। তাই, আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের (India National Cricket Team) বিরুদ্ধে তারা চরম আত্মবিশ্বাসী হয়ে নামবে। এমনিতেই ভারত দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেট থেকে দূরে রয়েছে। এমতাবস্থায়, বাংলাদেশের বিরুদ্ধে রোহিত বাহিনী কিভাবে পারফরম্যান্স প্রদর্শন করে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।

আরও পড়ুন: “আর চলবে না বন্দে ভারত….”, এই VVIP ট্রেনকে ঘিরে রেলের অন্দরেই শুরু ধুন্ধুমার কাণ্ড! চমকে দেবে কারণ

WTC-তে সবচেয়ে বেশি সেঞ্চুরি:
১. জো রুট- ১৬ টি সেঞ্চুরি
২. মারনাস লাবুশানে- ১১ টি সেঞ্চুরি
৩. কেন উইলিয়ামসন- ১০ টি সেঞ্চুরি
৪. স্টিভ স্মিথ- ৯ টি সেঞ্চুরি
৫. রোহিত শর্মা- ৯ টি সেঞ্চুরি

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর