সেমিফাইনালে বড় ঝুঁকে নিলো ভারত! প্রথমে ব্যাটিং করতে নেমে এই সমস্যা ভোগাতে পারে রোহিতকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) দেশের মাটিতে আয়োজিত এই বিশ্বকাপে (2023 ODI World Cup) অসাধারণ ছন্দের হয়েছে। তাই আজ গুরুত্বপূর্ণ সেমিফাইনালে টসে জিতে রোহিত শর্মা (Rohit Sharma) ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের এই পিচের গতি অত্যন্ত কম হবে বলে শোনা গিয়েছে। উইকেটের এই চরিত্র দ্বিতীয় ইনিংসে যে দল ব্যাট করবে তাদের সমস্যায় ফেলতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে রোহিত শর্মা এই সিদ্ধান্ত নিতে দুইবার ভাবেননি।

কিন্তু এই ঘটনা প্রভাব ফেলতে পারে রোহিতের ব্যাটিংয়েও। নিউজিল্যান্ড এই মুহূর্তে চোট পাওয়া ম্যাট হেনরির জায়গায় ব্যবহার করছে অভিজ্ঞ টিম সাউদিকে। আর পরিসংখ্যান বলছে যে রোহিত শর্মাকে বারবার বিপাকে ফেলেছেন তিনি।

মোট ১১ টি ম্যাচে সাউদি এবং রোহিত একে অপরের মুখোমুখি হয়েছেন। ১১ মাসে ৫ বার রোহিতকে আউট করেছেন অভিজ্ঞ নিউজিল্যান্ড পেসার। ভারতীয় অধিনায়ক অভিজ্ঞ কিউই পেসারের বিরুদ্ধে ৭০-এরও কম স্ট্রাইক্ট রেটে ব্যাটিং করেন। তাই এই পরিসংখ্যান দেখে কিছুটা চিন্তায় ভারতীয় ভক্তরা।

তবে রোহিত শর্মা চলতি বিশ্বকাপে অসাধারণ ছন্দে রয়েছেন। যে দুটি ম্যাচ তিনি বিরক্ত হয়েছেন সেই দুটি ম্যাচেও ভারতের জয় পেতে অসুবিধা হয়নি। ফলে অতিরিক্ত চাপ নেওয়ার কিছু নেই। ভারতীয় দল চেষ্টা করবে তিনশোর কাছাকাছি একটা টার্গেট নিউজিল্যান্ডের কাঁধে চাপিয়ে দিতে। দ্বিতীয় ইনিংসে স্পিনারদের উপর ভর করে ম্যাচ দিতে ফাইনালের টিকিট কাটতে চাইবে ভারতীয় দল।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর