বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র তিনটা দিন। তারপরে এশিয়া কাপের (2023 Asia Cup) মঞ্চে অভিযান শুরু করবে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ম্যাচ দিয়ে এইবারের ওডিআই ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপে অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। রোহিত শর্মারা (Rohit Sharma) আপাতত ব্যাঙ্গালোরে প্রস্তুতি শিবিরে নিজেদের পরিকল্পনাগুলি ঝালিয়ে নিতে ব্যস্ত। সেপ্টেম্বরে ২ তারিখে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে নিজেদের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না তারা।
এলো খারাপ খবর:
কিন্তু তার আগে একটা বিপত্তিতে পড়লো ভারতীয় দল। ১৭ জনের স্কোয়াডে জায়গা পাওয়া লোকেশ রাহুল এখনো সম্পূর্ণ সুস্থ নন এবং তিনি এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে মাঠে নামতে পারবেন না। পাকিস্তানের বিরুদ্ধে যে তাকে কোন ভাবেই পাওয়া সম্ভব নয় সেটা স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। গ্রুপ পর্বে দুটি ম্যাচে ভারতীয় দল পাকিস্তান এবং নেপালের মুখোমুখি হবে। অন্তত একটি ম্যাচ জিততে না পারলে পরের রাউন্ডে যাওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। এমন অবস্থায় রাহুলকে না পাওয়ার বিষয়টা সত্যি বড় ধাক্কা হতে পারে।
লোকেশ রাহুল না থাকার সমস্যা:
ভারতীয় দলের ব্যালেন্সের জন্য রাহুলের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মূলত মাঝের ওভারগুলোতে ব্যাটিং করার সুযোগ পেয়ে থাকেন। কারণ বর্তমানে তাকে একজন ওপেনার নয় বরং একজন মিডল অর্ডার ব্যাটার হিসেবে দেখা হয় ওডিআই ফরম্যাটে। তিনি দলে থাকলে উইকেটরক্ষকের সমস্যাও মিটে যায়। এখন তিনি না থাকায় ঈশান কিশাণকে দলে জায়গা দিতেই হবে।
প্রভাব পড়বে টপ অর্ডারে:
রাহুল না খেলতে পারলে ঈশান কিষাণ খেলবেনই। সেক্ষেত্রে তাকে টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগই দিতে হবে। কিন্তু তিনি যদি ওপেন করেন তাহলে সেই জায়গা ছাড়তে হবে শুভমান গিলকে। আর তিনি যদি তিন নম্বরে ব্যাটিং করেন তাহলে জায়গা ছাড়তে হবে বিরাট কোহলিকে। ওপেনিং ছাড়া আজ অবধি ওডিআই ফরম্যাটে গিল ব্যাটিং করেন। কোহলির রেকর্ড ও চার নম্বরে ব্যাটিং করতে গিয়ে খুব একটা সুবিধার নয়। অপরদিকে ঈশান নিজের স্বল্পদৈর্ঘ্যের ওডিআই ফরম্যাটের কেরিয়ারে যেটুকু সাফল্য পেয়েছেন তা এসেছে টপ অর্ডারে ব্যাটিং করেই। ফলে তাকে জায়গা দিতে গেলে কাউকে না কাউকে নিজের জায়গা ছাড়তে হবে।
আরও পড়ুন: এবার কি তবে অবসর? নিজের শেষ বিশ্বকাপে নামার আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য রোহিতের
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ