বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মা নিজের ফিটনেসের কারণে বারংবার সমালোচিত হয়েছেন। কিন্তু সেই দোষ কাটিয়ে ওঠার জন্য ভারতীয় অধিনায়ক এখন জিমে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন। গত কয়েক বছর ধরেই ক্রমাগত চোটের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে হিটম্যানকে। এই একটা অন্যতম বড় কারণ হলো ওজন বৃদ্ধি, যা তার ঠিকঠাক খেলার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই এত পরিশ্রম করছেন রোহিত। তার অনুশীলনের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রোহিত।
শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন রোহিত শর্মা। তিনি নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন গত বছর মাসে ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধেই। ওই সিরিজের দ্বিতীয় ওয়ান ডে-তে স্লিপে ফিল্ডিং করার সময় বুড়ো আঙুলে গুরুতর চোট পান। সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেও তার পরের ম্যাচ এবং টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন তিনি।
তবে ২০২২ সালটি সামগ্রিকভাবে হিটম্যানের জন্য খুব একটা ভালো ছিল না। গত বছর, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৪০টি ইনিংসে ২৭.৬৩ গড়ে ৯৯৫ রান করেছিলেন, যার মধ্যে মাত্র ৬ টি অর্ধশতরান সামিল ছিল। ২০১২ সালের পর প্রথমবার রোহিত গোটা এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে কোনও সেঞ্চুরি পাননি গত বছরে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ওয়ান ডে সিরিজের আগে ৮ই জানুয়ারির মধ্যে গুয়াহাটিতে জড়ো হতে বলেছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলের বেশ কিছু সদস্য টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে রাজকোট থেকে বাকি দলের সাথে যোগ দেবেন গুয়াহাটিতে। রোহিত শর্মা ছাড়াও এই সিরিজে মাঠে ফিরবেন বিরাট কোহলি, মহম্মদ শামি, পেসার যশপ্রীত বুমরা সহ আরও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। ১০ তারিখ থেকে শুরু হবে ওডিআই সিরিজ।
ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং