“ওদেরকে মজা নিতে দিন”, সাংবাদিকদের কাছে বড় প্রতিক্রিয়া রোহিতের, নিজেই দিলেন ব্যাখ্যা

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। এজন্য দুই দলই এখন জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। এদিকে, এই আবহে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।

বড় প্রতিক্রিয়া দিলেন রোহিত (Rohit Sharma):

সেখানে রোহিত শর্মাকে (Rohit Sharma) প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের খেলোয়াড়রা বিবৃতি দিচ্ছেন যে ভারতকে হারিয়ে তাঁরা আনন্দ পাবেন, বিষয়টা ঠিক কি? এই বিষয়ে রোহিত শর্মা জানিয়েছেন, “সব দলই একই রকম অনুভব করে। আমাদের মনোযোগ ভালো ক্রিকেট খেলার দিকে। ভারতের বিরুদ্ধে একটি ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ দল।”

Rohit Sharma's big response to reporters.

চেন্নাইয়ে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে রোহিত শর্মা (Rohit Sharma) বলেন, “সব দলই ভারতকে হারানোর বিষয়টি উপভোগ করে। তাদেরকে মজা নিতে দিন। ইংল্যান্ড দল যখন আসে, তখনও সংবাদিক সম্মেলনে একই রকম কথা বলা হয়। কিন্তু, আমরা সেদিকে ফোকাস করি না, আমরা শুধু ভালো ক্রিকেট খেলার চেষ্টা করি।”

আরও পড়ুন: মোট ৫ বার! ফের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত, চিনকে হারিয়ে ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা

জানিয়ে রাখি যে, রোহিত শর্মাকে (Rohit Sharma) এই প্রশ্ন করা হয়েছিল কারণ বাংলাদেশ সম্প্রতি টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের মনোবল এখন তুঙ্গে রয়েছে। যদিও, এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রোহিত অ্যান্ড কোম্পানি।

আরও পড়ুন: বাড়বে “প্রাইভেসি”! WhatsApp নিয়ে এল নতুন ফিচার, এবার কেউ জানতে পারবেনা আপনার নম্বর

রোহিত শর্মা (Rohit Sharma) আরও জানিয়েছেন, “চেন্নাইতে আমাদের একটি ভালো ক্যাম্প ছিল। যেখানে আমরা অনেক ঘন্টা কাটিয়েছি এবং কিছু খেলোয়াড় দলীপ ট্রফিতেও গিয়েছিল। তাই প্রস্তুতির দিক থেকে, আমরা মরশুমের আগে ভালোভাবে তৈরি। দেশের হয়ে খেলার সময়ে প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ। এটি অস্ট্রেলিয়া সিরিজের জন্য ড্রেস রিহার্সাল নয়, এখানে WTC পয়েন্ট অর্জন করতে হবে। মরশুমের শুরুটা দারুণ করতে হবে।” জানিয়ে রাখি যে, আগামী কয়েক মাসে ভারতীয় দলকে ১০ টি টেস্ট ম্যাচ খেলতে হবে। যার মধ্যে টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ টি টেস্ট ম্যাচ খেলতে হবে। তবে, এখন সবার নজর রয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের দিকেই।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর