ভারতের হারের জন্য দায়ী রোহিত শর্মা, হিটম্যানের একটি সিদ্ধান্তের কঠোর বিরোধিতা ক্রিকেটপ্রেমীদের

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্মার ভারতকে। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে এটা ছিল ভারতীয় দলের প্রথম হার। ভারতীয় দলের ব্যাটিং একেবারেই সাদামাটা পারফরম্যান্স করেছে। বোলিংয়ের দৌলতে ম্যাচের শেষ ওভারে অবধি লড়াইয়ে ছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত ভারতের দেওয়া ১৩৯ রানের টার্গেট ৪ বল বাকি থাকতেই তুলে ফেলে ক্যারিবিয়ানরা।

কাল ভারত ম্যাচ হারলেও দুর্দান্ত ডেথ বোলিং করেছেন অর্শদীপ সিং। কাল যখন ম্যাচের শেষ চার ওভার বাকি তখন ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩১ রান। সেই সময় ১৭ এবং ১৯ তম ওভারে বল হাতে দুর্দান্ত বোলিং করে একটি উইকেট নিয়ে মাত্র ১০ রান দেন এই বাঁ-হাতি পেসার। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল। কিন্তু আবেশ খান প্রথমেই একটি নো বল করেন। তারপর ২ বলে ম্যাচ শেষ করে দেন ডেভন থমাস। আর এখানেই রোহিত শর্মার একটা সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটপ্রেমীরা তার তীব্র সমালোচনা করছেন।

1659421405822

কাল অভিজ্ঞ ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারকে মাত্র দু ওভার বল করতে দিয়েছিলেন রোহিত। ডেথ ওভারে যখন রান হাতে বেশি নেই তখন ভুবনেশ্বর কুমারের বদলে শেষ ওভার কেন আবেশ খানকে দেওয়া হলো তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আবেশ খান কাল একটি উইকেট পেলেও তিনি মাত্র ২.২ ওভার বল করে ৩১ রান দিয়েছিলেন। সেখানে ভুবনেশ্বর কুমার নিজের দুই ওভারে মাত্র ১২ রান দিয়েছিলেন।

কিন্তু সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা নিজের সিদ্ধান্তকে সঠিক বলেই মন্তব্য করেছেন। ভারতীয় অধিনায়ক বলেছেন, “ভুবনেশ্বর কুমার এর ক্ষমতা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল এবং আমরা জানি যে ও ডেথ ওভারে কতটা ভালো বোলিং করতে পারে। কিন্তু আমরা যদি ওরা বেশ এর মতো তরুণ বোলারদের এই পরিস্থিতিতে বোলিংয়ের সুযোগ না দিলে তারা তৈরি হবে কি করে? আবেশ একদিন পারেনি কিন্তু তার মানে এই নয় যে ওর যোগ্যতা নেই। আমরা এভাবেই তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়াবো।” হিটম্যান আরো যোগ করেছেন, “আমরা দুর্দান্ত বোলিং করেছি। রান যা ছিল সেটা ওরা ১৪ বা ১৫ ওভারেও তুলে ফেলতে পারতো। কিন্তু আমরা তা হতে দিইনি।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর