পাকিস্তানকে হারিয়ে পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গিয়েছে রোহিত শর্মার ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল নিজেদের অভিযান শুরু করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারিয়ে স্বস্তিতে রোহিত শর্মারা। গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচটি জিতে আপাতত কিছুটা হালকা মন নিয়ে গ্রুপের বাকি ম্যাচগুলো খেলতে পারবে মেন ইন ব্লুজ।

চলতি বছরে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। সেই সূত্রেই রবিবারের জয়ের সাথে সাথে একটি বড় রেকর্ড করে ফেলেছে তারা। মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই ৩ অধিনায়কের অধিনায়কত্ব মিলিয়ে ১৬ বছর টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে ভারত। কিন্তু আগে কোনওদিন ভারতীয় দল এত টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। এতগুলি টি-টোয়েন্টি ম্যাচ খেলার দৌলতে একটি বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে ভারতীয় দল।

চলতি বছরে রোহিত শর্মার ভারতীয় দল সব ফরম্যাট মিলিয়ে ৫৬ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে যার মধ্যে তারা ৩৯টি-তে জয় পেয়েছে তারা। এর আগে বিশ্ব ক্রিকেটের অন্য কোন দল এক বছরে কতগুলি আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি। ২০০৩ সালের রিকি পন্টিংয়ের বিশ্বজয়ী অস্ট্রেলিয়াকে টপকে গিয়েছে রোহিত শর্মার ভারতীয় দল।

এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে জয়ী দলের তালিকা:
১. রোহিত শর্মার ভারত (২০২২)
২. রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া (২০০৩)
৩. মহেন্দ্র সিংহ ধোনির ভারত (২০১৭)
৪. স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া (১৯৯৯)

পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। ডাচরা নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মরিয়া লড়াই করেও হারের সম্মুখীন হয়েছে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর