আইপিএল ছেড়ে পাকিস্তানে শরবত খাচ্ছেন রোহিত শর্মা, ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই পাকিস্তান থেকে একটি টুইট ভীষণ ভাইরাল হয়েছিল। সেই টুইটে দেখা গিয়েছিল ট্রাম্পের মতো দেখতে এক “লুক আ লাইক” বিক্রি করছেন কুলপি। যা বেশ হাসির আলোড়ন তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। কথায় বলে বিশ্বে অন্তত ৭ জন মানুষ আছেন যারা একই রকম দেখতে। অর্থাৎ একজনের অন্তত সাতটি ক্লোন। এবার পাকিস্তানের রাস্তায় খোঁজ মিলল রোহিত শর্মার। এই ছবিটিও টুইট করেছেন এক পাক সাংবাদিক। এই ছবি সামনে আসতেই রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

১৮ বছর পর পাকিস্তানে এসেও সিরিজ বাতিল করে ফিরে গেছেন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। তারপর ইংল্যান্ডও এক সফর বাতিল করে দিয়েছে। মাঝপথে নিউজিল্যান্ডের এই সফর বাতিলের কারণ হিসেবে দেখানো হয়েছিল নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিকে। পাকিস্তানি সাংবাদিক এই কথাই টেনে আনেন ফের।

পাক সাংবাদিক সিরাজ হাসান টুইটারে রোহিতের ‘লুকআলাইক’-এর ছবি পোস্ট করে লেখেন, “কে বলেছে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটাররা নিরাপদ নন? আমি এখনই দেখলাম ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা রাওয়ালপিণ্ডি সদরে আলুবখরার শরবতের মজা নিচ্ছেন।”

রাওয়ালপিন্ডি সদরে রোহিত যে আলুবোখরার শরবত খাচ্ছিলেন না তা বলাই বাহুল্য। আসলে পাকিস্তানি এই সাংবাদিকের ভীষণই ইঙ্গিতপূর্ণ। শুরু থেকেই পাকিস্তান বলে আছে নিরাপত্তা সংক্রান্ত কোনও ঝুঁকি নেই পাকিস্তানে। পুরোটাই কার্যত অপপ্রচার এবং মিথ্যে হুমকি দেওয়া হয়েছে সিরিজ বাতিল করার জন্য। এদিন সে কথাকেই অন্যভাবে প্রকাশ করার চেষ্টা করা হল এই টুইটের মাধ্যমে। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

 


Abhirup Das

সম্পর্কিত খবর