রোহিতের থেকেও বেশি বিপজ্জনক এই ৩ প্লেয়ার, খুব শীঘ্রই হবে ভারতের আগামী ওপেনার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ শুরু হতে আর দু বছরও বাকি নেই। বাকি দেশগুলির মতোই এখন থেকেই দল গুছিয়ে নিতে হবে ভারতীয় দল-কেও। তার জন্য প্রস্তুতিও নিতে হবে এখন থেকেই। ২০২৩ একদিনের বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে। এর আগে শেষবার যখন ভারত বিশ্বকাপ জিতেছিল তখনও দেশের মাটিতেই আয়োজিত হয়েছিল বিশ্বকাপ। তাই এবারও ইতিহাসের পুনরাবৃত্তি করতে পূর্নশক্তির দল নামাতে হবে ভারতকে। ভারতীয় দলে ক্রমাগত প্রতিযোগিতা বেড়ে চলেছে। একাধিক ক্রিকেটার পারফরম্যান্স করে দলে জায়গা পাওয়ার দাবি রাখছেন। বিশ্বকাপের জন্য দল গড়ার পাশাপাশি রোহিত শর্মা-কে তাদের কথাও মাথায় রাখতে হবে যারা হতে পারেন ভবিষ্যতের তারকা। হিটম্যানের নিজের বয়স ৩৪ বছর। বড়জোর আরও ৩-৪ বছর খেলবেন তিনি। তার নিজের ওপেনিং স্পটে তার নিজের বিকল্পও খুঁজে বার করতে হবে তাকে। সেই জায়গা নেওয়ার জন্য প্রস্তুত একাধিক তরুণ তারকা।

পৃথ্বী শ:

prithvishawdc300319 0
আগ্রাসী ব্যাটার পৃথ্বী শ ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে খেলেছেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেনিং পজিশনে তার পারফরম্যান্স দিয়ে নিজের যোগ্যতা প্রমান করেছেন। অনেকে তো বলেন ফর্মে থাকা পৃথ্বী শ-কে সেরা ফর্মের সচিন-সেওবাগের কথা দিয়ে মনে করিয়ে দেয়। অধিনায়ক হিসেবেও অনুর্ধ ১৯ ফরম্যাটে নিজের যোগ্যতা প্রমান করেছেন। নিজের ফিটনেস ও ধারাবাহিকতার সমস্যা কাটিয়ে উঠলে জাতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারেন তিনি।

ঈশান কিষান:

IMG 20211101 134005
এই তরুণ তারকার প্রতিভা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ঘরোয়া ক্রিকেটে হোক বা আইপিএল, সবজায়গাতেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ঈশান। সম্প্রতি সুযোগ পেয়েছিলেন ভারতীয় দলেও। যদিও বিশাল বড় কিছু করে দেখাতে পারেননি এখনো। কিন্তু ধারাবাহিকতা খুঁজে পেলে ভারতের ওপেনিং স্পটে লোকেশ রাহুলের সাথে জুটি বাঁধতে দেখা যেতেই পারে তাকে।

রিশভ পন্থ:

1616757785 pant anandabazar 1
শুনতে আশ্চর্য লাগলেও এটা কিন্তু একেবারেই অসম্ভব নয়। রোহিত শর্মার ছেড়ে যাওয়া জায়গায় ভবিষ্যতে এই উইকেটরক্ষক ব্যাটারকে দেখতে পেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। যেভাবে রোহিত শর্মা মিডল অর্ডার ব্যাটসম্যান থেকে হয়ে উঠেছেন সেরা ওপেনারদের একজন, ঠিক সেভাবেই এই আক্রমণাত্মক ব্যাটারকেও ভবিষ্যতে ধীর স্থির রাহুলের সঙ্গী হিসেবে দেখা যেতেই পারে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর