‘শাস্ত্রী যা খুশি বলতে পারেন, আমাদের যায় আসে না’, প্রাক্তন ভারতীয় কোচের বিরুদ্ধে বিস্ফোরক রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইন্দোর টেস্ট (Indore Test) হারার পর ভারতীয় দলের (Team India) করা সমালোচনা করেছিলেন প্রাক্তন ভারতীয় কোচের রবি শাস্ত্রী (Ravi Shastri)। কিছু ক্রিকেটারের শট নির্বাচন দেখে তার মনে হয়েছিল যে প্রথম দুই টেস্টে অর্থাৎ নাগপুরে এবং দিল্লিতে জয় পেয়ে ভারতীয় দল অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই তাদের বাজেভাবে ইন্দোর টেস্ট হারতে হয়েছে বলে মনে করতেন প্রাক্তন ভারতীয় কোচ। কিন্তু এবার সরাসরি রবি শাস্ত্রীর নাম নিয়ে তার মন্তব্যের পাল্টা জবাব দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

শাস্ত্রীর মন্তব্যের প্রসঙ্গে রোহিত বলেছেন, “যখন আপনি পরপর দুটি ম্যাচ দাপট দেখিয়ে জিতে যান, তখন আপনি কখনোই জানবেন না যে পরের ম্যাচে আপনি হারবেন। এই ব্যাপারটা যদি কারোর কাছে অতিরিক্ত আত্মবিশ্বাস বলে মনে হয় তাহলে সেটা একদমই ভুল ধারণা। ড্রেসিংরুমের বাইরের কেউ এই বিষয় নিয়ে কোন মন্তব্য করতে পারে না কারণ তারা জানে না ড্রেসিংরুমে আমাদের মনোভাবটা কেমন।”

এরপর রোহিত সরাসরি নিজের প্রাক্তন কোচের নাম উল্লেখ করেছেন নিজের মন্তব্যে। হিটম্যান বলেছেন, “যে ব্যাপারটাকে অন্যেরা অতিরিক্ত আত্মবিশ্বাস বলে আমি এটাকে নির্দয় মনোভাব বলব। আমরা যখন বিদেশে টেস্ট ম্যাচ খেলতে চাই তখন প্রতিপক্ষ তাদের ঘরোয়া পরিস্থিতিতে আমাদের ম্যাচে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেয় না। তাহলে আমরা কেন সেটা করব না। রবি শাস্ত্রী আমাদের সঙ্গে অনেকদিন ড্রেসিংরুমে ছিলেন। তার জানা উচিত ড্রেসিংরুমে পরিস্থিতি এবং দলের মনোভাব কেমন থাকে।”

rohit resting

রোহিত শর্মা আহমেদাবাদ টেস্টের আগে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বটে, কিন্তু সাম্প্রতিককালে ভারতের ধারাবাহিকতা সত্যিই প্রশ্নচিহ্ন তুলে দেওয়ার মতো। তিনটি টেস্টের পাঁচটি ইনিংস মিলিয়ে কেবল রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা একবার করে ৫০-এর গণ্ডি পার করতে পেরেছেন। বিরাট কোহলি এবং বাকি ওপেনারদের অবস্থা একেবারেই ভালো নয়। তাদের ব্যাটিংয়ে যে আরো উন্নতি প্রয়োজন সেটা অবশ্যই স্বীকার করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক।

এই প্রসঙ্গে তিনি সরাসরি স্বীকার করেন বলেছেন, “গত চেষ্টায় আমরা একেবারেই ভালো ব্যাটিং করতে পারেনি। হাতে যথাযজ্ঞ রান না থাকার কারণে আমাদের টেস্ট ম্যাচটি হারতে হয়েছে। গোটা সিরিজে টস কখনোই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়নি। আমাদের শুধু নিজেদের দক্ষতার উপর বিশ্বাস রাখতে হবে।” রোহিত সরাসরি না বললেও তার কথায় ইঙ্গিত ছিল যে এই টেস্ট দলে কিছু পরিবর্তন করতে পারে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর