বাংলা হান্ট ডেস্কঃ আমিরশাহী পৌঁছে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মরুদেশে গিয়ে অনুশীলনে নেমে পড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মাও। তবে এইদিন অনুশীলনে রোহিত শর্মাকে দেখা গেল একেবারে অন্য মেজাজে। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন রোহিত। সাধারণত ক্রিস গেইল বা আন্দ্রে রাসেলকে যেমন বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে দেখা যায় এইদিন রোহিত শর্মাকে দেখেও তেমনটাই মনে হচ্ছিল।
এইদিন অনুশীলন করার সময় হঠাৎই সামনে একজন স্পিন বোলারকে পেয়ে স্টেপ আউট করে লম্বা ছক্কা হাঁকালেন রোহিত। আর সেই ছক্কা গিয়ে পড়ল স্টেডিয়ামের বাইরে চলন্ত বাসের ছাদে। কানে শুনে অবশ্য অবিশ্বাস্য মনে হবে কিন্তু এটাই সত্যি। তবে এত বড় ছক্কা মারার জন্য রাসেল কিংবা গেলের মতো গায়ের জোরের প্রয়োগ করতে হয়নি রোহিত শর্মাকে। বড় বড় ছক্কা হাঁকানোর ক্ষেত্রে রোহিতের ভরসা অবশ্য টাইমিং। সুন্দরভাবে টাইমিং করেই একের পর এক বড় ছক্কা হাঁকাতে পারেন ভারত ওপেনার রোহিত শর্মা।
🙂 Batsmen smash sixes
😁 Legends clear the stadium
😎 Hitman smashes a six + clears the stadium + hits a moving 🚌#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @ImRo45 pic.twitter.com/L3Ow1TaDnE— Mumbai Indians (@mipaltan) September 9, 2020
এইদিন সন্ধ্যার দিকে আবুধাবিতে অনুশীলন করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর সেই অনুশীলনেই এমন কাণ্ড করে বসেন অধিনায়ক রোহিত শর্মা। একেবারে 95 মিটার লম্বা ছক্কা গিয়ে পড়ে চলন্ত বাসের ছাদে। তবে জানা যায়নি যে বলের আঘাতে আধেও ওই বাসের জানলার কাঁচ ভেঙ্গেছে কি না!