বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল (Team India)। আজ থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রস্তুতি অভিযান। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর আজ আসামের বর্ষাপাড়ার স্টেডিয়ামে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। এই সিরিজের মধ্য দিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করছেন একাধিক তারকা ক্রিকেটার।
দলে এতজন যোগ্য ক্রিকেটার রয়েছেন যে প্রথম একাদশ বাছতে গিয়ে বেশ কিছুটা সমস্যায় পড়তে হতে পারে রোহিত শর্মাকে। গতকাল সাংবাদিক সম্মেলনে এমন কিছু সিদ্ধান্তের কথা প্রকাশ্যে উল্লেখ করেছেন রোহিত শর্মা। তিনি জানিয়েছেন যে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের একটিমাত্র ম্যাচের সুযোগ পেয়ে দ্বিশতরান করা ঈশান কিষানকে বাধ্য হয়েই প্রথম একাদশের বাইরে রাখছেন তারা।
এই প্রসঙ্গে রোহিত শর্মা বলেছেন যে শুভমান গিল গত এক বছর ধরে ধারাবাহিকভাবে ওডিআই ক্রিকেটে পারফরম্যান্স করে গিয়েছেন। তাই আচমকাই তাকে ভারতীয় দল থেকে বাদ দিয়ে দেওয়া তাদের পক্ষের শহর ছিল না একেবারেই। তবে তার মানে এই নয় যে আজকের ম্যাচে যারা বাদ পড়ছেন তারা আর সুযোগ পাবেন না। প্রত্যেকেই ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামার সুযোগ দেওয়া হবে ভবিষ্যতে।
তবে ঈশান কিষান দলে না থাকায় একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে সকলের সামনে। আজ হয়তো ভারতের প্রথম একাদশে সুযোগ পাবেন না সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ফরম্যাটে মহাজাগতিক পারফরম্যান্স করলেও তিনি ওডিআই ফরম্যাটে কখনোই খুব একটা ভালো ধারাবাহিকতা দেখাতে পারেননি। ঈশানের অনুপস্থিতিতে লোকেশ রাহুলকে মিডল অর্ডারে খেলাতেই হবে তার উইকেটরক্ষণের কারণে। এরপরেও যদি সূর্যকুমার যাদবকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করতে হয় তবে একজন বোলার কম নিয়ে খেলতে হবে ভারতকে, যে ঝুকিটা হয়তো সিরিজের প্রথম ম্যাচেই নিতে চাইবেন না রোহিত।
সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ