‘সূর্যবংশী’ ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়, পাকিস্তানের অভিযোগের পালটা কড়া জবাব দিলেন পরিচালক রোহিত শেট্টি

বাংলাহান্ট ডেস্ক: অক্ষয় কুমারের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘সূর্যবংশী’ (sooryavanshi) দেখে ভয় পেল পাকিস্তান (Pakistan)। এই ছবি ‘ইসলামোফোবিয়া’ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা, ভয়কে বাড়ায়  বলে অভিযোগ করেছে প্রতিবেশী রাষ্ট্র। সে দেশের রাষ্ট্রপতি আরিফ আলি থেকে শুরু করে অভিনেত্রী মেহবিশ হায়াত, সকলেই সুর চড়িয়েছেন সূর্যবংশীর বিরুদ্ধে।

কিন্তু কী কারণে এই অভিযোগ? আসলে সূর্যবংশী ছবিতে খলনায়কের ইসলাম নাম হওয়াতেই এই ক্ষোভ। কোনো যুক্তিই মানতে রাজি নয় পাক মুলুক। ইতিমধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় নতুন প্রোপাগান্ডা শুরু করেছে তারা। সোশ‍্যাল মিডিয়ায় পাকিস্তানের রাষ্ট্রপতির দাবি, ‘এই ধরনের ইসলামোফোবিক কন্টেন্ট ভারতকেই ধ্বংস করে দেবে। আমার বিশ্বাস, ভারতের বুদ্ধিমান মানুষ এই ধরনের বিষয়গুলোকে বন্ধ করবে।’

963953 sooryavanshi releasedate
পাকিস্তানে এক জনপ্রিয় অভিনেত্রী মেহবিশ হায়াতও এ বিষয়ে মন্তব‍্য করেছেন। সোশ‍্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সূর্যবংশী বলিউডের সদ‍্য মুক্তিপ্রাপ্ত ছবি যেটা ইসলামোফোবিয়াকে আরো বাড়াচ্ছে। এই ট্রেন্ডটা বলিউড থেকেই শুরু হয়েছিল। যদি আমাদের মুসলিম চরিত্রগুলিকে ইতিবাচক না দেখানো যায়, অন্তত তাদের সঙ্গে সঠিক বিচার তো করা যায়।’

যদিও এ বিষয়ে আগেই স্পষ্ট বক্তব‍্য রেখেছেন ছবির পরিচালক রোহিত শেট্টি। তিনি বলেন, সিংঘম, সিংঘম ২ এবং সিম্বা ছবিতে তিনজন খলনায়কই হিন্দু মরাঠি ছিলেন। এতে তো কোনো সমস‍্যা হয়নি। যদি পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসবাদী ভারতে আসে তাহলে তার নাম, ধর্ম কী হবে? ছবির গল্পটাই তো সেটা, এক পাকিস্তানি সন্ত্রাসবাদীকে এ দেশের পুলিস পাকড়াও করবে।

গত ৫ নভেম্বর মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, ক‍্যাটরিনা কাইফ, অজয় দেবগণ ও রণবীর সিং অভিনীত সূর্যবংশী। এখনো পর্যন্ত বক্স অফিসে জমিয়ে ব‍্যবসা করেছে ছবিটি। খুব শিগগিরি ১৫০ কোটির ক্লাবে ঢুকে পড়বে এই ছবি। সিনেপ্রেমীদের তরফেও ভালোই প্রতিক্রিয়া মিলেছে। উল্লেখ‍্য, প্রেক্ষাগৃহ খোলার পর এটাই বলিউডের সবথেকে বড় বাজেটের ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর