দক্ষিণের রিমেক করেই বাড়বাড়ন্ত, ‘বলিউড কোনোদিনও খতম হবে না’, ঘোষনা রোহিত শেট্টির

বাংলাহান্ট ডেস্ক: শেষ হয়েও হইল না শেষ। মাস ঘুরে গেল। কিন্তু বলিউড (Bollywood) বনাম দক্ষিণের যুদ্ধ (Bollywood vs South) আর শেষ হওয়ার নামই নেই। একই দেশের দুই সিনে ইন্ডাস্ট্রি একে অপরকে বদনাম করতে ব‍্যস্ত। হিন্দি ভারতের রাষ্ট্রভাষা হওয়া উচিত কী নয়, তা নিয়ে এখনো পর্যন্ত অব‍্যাহত বিতর্ক। এর মাঝেই পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty) জোর গলায় ঘোষনা করলেন, বলিউড কখনো খতম হবে না।

বিতর্ক উসকে দিলেন রোহিত শেট্টি

গত এক বছর ধরে উত্থান ঘটেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির। একের পর এক তেলুগু, কন্নড় ভাষার ছবি যখন বক্স অফিস কাঁপাচ্ছে তখন হিন্দি ইন্ডাস্ট্রির কোষাগারে কার্যত ঘু ঘু চড়ার অবস্থা। গত এক বছরে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ বাদে এমন একটি ছবি নেই যা ভাল ব‍্যবসা করেছে।

All about filmmaker Rohit Shettys massive 10 storey Mumbai home FB 1200x700 compressed 1
তাই স্বাভাবিক ভাবেই কলার উঁচিয়ে ঘুরছেন দক্ষিণ ইন্ডাস্ট্রির তারকারা। পরোক্ষে বলিউডকে কটাক্ষও করেছেন অনেকে। পালটা বলিউড তারকারা উত্তর দিলেই শুরু হয় বিতর্ক। এবার রোহিত শেট্টি বললেন, বলিউড খতম, এই ট্রেন্ডটা কোনোদিনই শুরু হবে না।

‘বলিউড কখনো শেষ হবে না’

নিজের বক্তব‍্যের সপক্ষে পরিচালকের যুক্তি, আশির দশকে যখন ভিসিআর এল তখন অনেকেই বলেছিলেন যে কেউ আর প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখবে না। বলিউডের দিন শেষ। আবার সাম্প্রতিক সময়ে যখন OTT র বাড়বাড়ন্ত দেখা দিল তখনো অনেকে দাবি করেছিলেন যে বলিউড এবার খতম। কিন্তু সেসব কিছুই হয়নি। তাই রোহিতের স্পষ্ট কথা, “বলিউড কোনোদিন খতম হবে না।”

বলিউড বানায় সাউথের রিমেক

বলিউড বনাম দক্ষিণ বিতর্কে রোহিতের বক্তব‍্য, আজ যে দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবি হিন্দি ইন্ডাস্ট্রিতে এত ব‍্যবসা করছে এটা কিন্তু একদিনে হয়নি। সেই পঞ্চাশ-ষাটের দশক থেকে বলিউড দক্ষিণী ছবির রিমেক করে পয়সা কামিয়ে এসেছে। শশী কাপুর পর্যন্ত ‘পেয়ার কিয়ে যা’ ছবিটি একটি তামিল ছবির রিমেক ক‍রেছিলেন। এছাড়াও জিতেন্দ্রর হিম্মতওয়ালা, মাওয়ালির মতো হিট ছবিও আসলে সাউথের রিমেক।

শুধু তাই নয়। শ্রীদেবী, জয়া প্রদার মতো বলিউডের প্রথম সারির নায়িকারা দক্ষিণ ভারতের। মণি রত্নম, রাম গোপাল ভার্মার মতো দক্ষিণী পরিচালকরা হিট ছবি উপহার দিয়েছেন। এমনকি অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান পর্যন্ত দক্ষিণের। বলিউডের সঙ্গে দক্ষিণ বহু যুগ ধরেই ওতপ্রোত ভাবে জড়িত বলে মত রোহিত শেট্টির।

Niranjana Nag

সম্পর্কিত খবর