বিশ্নই, ভেঙ্কটেশদের দুরন্ত পারফরম্যান্স, ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জয় দিয়েই টি টোয়েন্টি সিরিজে অভিযান শুরু করলো ভারত। এর আগে ওয়ান ডে সিরিজে ভারত ৩-০ ফলে হারিয়েছিল ক্যারিবিয়ানদের। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে দুরন্ত জয় পেয়ে সিরিজে লিড নিলো ভারত। ব্যর্থ হয়ে গেল ব্যাট হাতে নিকোলাস পুরান এবং বল হাতে রস্টন চেজের লড়াই। ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, অধিনায়ক রোহিত শর্মা এবং এই ম্যাচে অভিষেককারী লেগ-স্পিনার রবি বিশ্নই।

রোহিতের নেতৃত্বে প্রথম টি টোয়েন্টি সিরিজে জয়ের মুখ দেখেছিল ভারতীয় দল। সেই ফলের পুনরাবৃত্তিই আশা করেছিল সবাই। আজকে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। যদিও তার সেই সিদ্ধান্তের মান রাখতে পারেননি বেশিরভাগ বোলারই। ভারতের অভিজ্ঞ বোলাররা সকলেই অকাতরে রান বিলিয়েছেন। অফফর্মে থাকা ভুবনেশ্বর কুমারই আজ ভালো বোলিং করে ৪ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

   

Ravi Bishnoi

ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অভিষেককারী রবি বিশ্নই। আজ দুই দলের মধ্যে তফাৎ গড়ে দিয়েছিলেন তিনি। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তরুণ এই লেগস্পিনার। ম্যাচ ওখানেই ক্যারিবিয়ানদের হাত থেকে বেরিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৩ বল খেলে সর্বোচ্চ ৬১ রান করেছিলেন নিকোলাস পুরান।

ভারতের হয়ে দুরন্ত শুরু করেন রোহিত শর্মা। মাত্র ১৮ বলে ৪০ রান তুলে ফেলেন তিনি। এরপর রস্টন চেজের স্বীকার হয়ে ফিরে যান তিনি। কিন্তু অপর ওপেনার ঈশান কিষান অত্যন্ত ধীর গতিতে খেলেছিলেন। ঈশান ৪২ বলে ৩৫ করে আউট হওয়ার পরে পরপর কোহলি (১৭) এবং রিশভ পন্থ(৮)-কে হারিয়ে চাপে পরে গিয়েছিল ভারত। কিন্তু সূর্যকুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ার ঠান্ডা মাথায় যথাক্রমে ৩৪ এবং ২৪ রানে অপরাজিত থেকে এক ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর