বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ অনুষ্ঠিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটি খেলা হচ্ছে পাঞ্জাবের মোহালিতে। এই ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দল গঠন সম্পর্কিত তার একটি সিদ্ধান্ত একজনকে ক্রিকেটারকে নিঃসন্দেহে হতাশ করেছে। কোহলি জমানার শেষদিকে উপেক্ষিত এই ক্রিকেটারকে বাইরে রেখেছেন রোহিত শর্মাও। সম্প্রতি স্বল্প ওভারের ক্রিকেটে তাকে সুযোগ দিলেও বৃহত্তম ফরম্যাটে তাকে দলে নেওয়ার কথা ভাবেনি রোহিত।
একটা সময় ছিল যখন এই খেলোয়াড়কে ভারতীয় দলের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসাবে বিবেচনা করা হত। কিন্তু মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়ার পরে প্রতিভাবান বোলারের কুলদীপ যাদবের কেরিয়ার আর আগের মতো এগোয়নি। বিরাট কোহলি তাকে প্রথমদিকে সুযোগ দিলেও ধীরে ধীরে দলের বাইরে বের করতে ব্যর্থ হন। রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পরও বৃহত্তর ফরম্যাটে তার ওপর ভরসা রাখতে পারছেন না। তিন স্পিনার নিয়ে মাঠে নামলেও রোহিত কুলদীপের নাম বিবেচনা করেননি।
কুলদীপ যাদবকে সুযোগ না দিয়ে বিরাট কোহলির মতোই কাজ করেছেন রোহিত শর্মা। এটা বিশ্বাস করা হয় যে বিরাট কোহলিও কুলদীপ যাদবকে তার দলের প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করতে চাইতেন না। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশে অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং জয়ন্ত যাদবের সাথে বাঁ-হাতি অফ-স্পিনার রবীন্দ্র জাদেজাকে জায়গা দিয়েছেন রোহিত শর্মা। কুলদীপ যাদবকে সুযোগ না দেওয়ার একটা বড় কারণ হল এই তিন স্পিনারেরই ব্যাটের হাত খুব ভালো।
অনেকেই হয়তো জানেন যে কুলদীপ যাদবকে দলে জায়গা দেওয়া নিয়ে কোহলি এবং অনিল কুম্বলের মধ্যে মনোমালিন্য শুরু হয়েছিল বলে শোনা যায়। ২০১৭ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার ভারত সফরের সময় অধিনায়ক কোহলি এবং প্রাক্তন কোচ কুম্বলের মধ্যে এই নিয়ে বিবাদ হয়েছিল। তৎকালীন ভারতীয় কোচ অনিল কুম্বলে সিরিজের তৃতীয় টেস্টে কুলদীপ যাদবকে একাদশে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু কোহলি সেই প্রস্তাব অগ্রাহ্য করেছিলেন। যদিও কোহলি সেই ম্যাচ খেলেননি। তার জায়গায় অজিঙ্কা রাহানে ছিলেন সেই দলের অধিনায়ক।