বাংলার হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৬ ই ফেব্রুয়ারি আরম্ভ হচ্ছে সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের কথা ভুলে নতুন করে শুরু করতে চাইবে ভারতীয় দল। এমতাবস্থায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কোনো ত্রুটি করতে চান না দলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে একজন ক্রিকেটারকে প্রথম দল থেকে বাদ দিতে চলেছেন রোহিত শর্মা। মিডল অর্ডারে দলের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছেন এই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকা সফরে পুরোপুরি হতাশ করার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের বোঝা হয়ে ওঠা শ্রেয়াস আইয়ারকে আর সুযোগ দেবেন না রোহিত। আইয়ার খুব খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর থেকে তার ব্যাটে রান নেই। এমন অবস্থায় তার জায়গায় কোনও ফর্মে থাকা ক্রিকেটারকে দলে নেওয়াটাই স্বাভাবিক।
সেট হয়ে যাওয়ার পরেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারছেন না শ্রেয়স আইয়ার। এমন পরিস্থিতিতে ভারতীয় দল থেকে তার বাদ পড়াই স্বাভাবিক। আইয়ারকে অনেক সুযোগ দিয়েছেন নির্বাচকরা। তবে এই মুহূর্তে তিনি একেবারেই নিজের পরিচিত ছন্দের ধারে কাছে নেই।
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় মিডল অর্ডার বাজেভাবে ফ্লপ করেছিল। এর সবচেয়ে বড় কারণ ছিলেন শ্রেয়স আইয়ার। বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান দলকে অনেকবার দুর্দান্ত স্টার্ট দিলেও মিডল অর্ডারের অক্ষমতার কারণে ভারতকে হোয়াটওয়াশের লজ্জা সহ্য করতে হয় পড়তে হয়। আইয়ার তিনটি ম্যাচেই মাঠে থেকেও একবারও ৪০ এর গন্ডি পেরোতে পারেননি।