তৃতীয় ওয়ান ডে-তে নিজের ভুল শোধরাবেন অধিনায়ক রোহিত, এই একাদশ নিয়ে নামবে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচটি আগামীকাল অর্থাৎ ১১ ই ফেব্রুয়ারি আহমেদাবাদের মাটিতেই অনুষ্ঠিত হবে। প্রথম দুটি একদিনের ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয় হারের পর এমন একটা প্রত্যাবর্তনেরই প্রয়োজন ছিল। তৃতীয় ওয়ান ডে-তেও ভারত জিতলে ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ফলে হারিয়ে দেবে।

তৃতীয় ওয়ান ডে-তে রোহিত শর্মা প্রথম দুই একদিনের ম্যাচের করা ভুলগুলি শুধরে নিতে প্রথম একাদশে বড় পরিবর্তন আনতে পারেন। প্রথম করোনার প্রকোপ থেকে মুগ্ধ হয়ে দলে ফিরবেন শিখর ধাওয়ান। অধিনায়ক রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ওপেন করতে চলেছেন। প্রথম ম্যাচে ঈশান এবং দ্বিতীয় ম্যাচে পন্থ ব্যর্থ হওয়ার পর ধাওয়ানের ফেরা স্বস্তি দেবে রোহিতকে।

   

951425 dhawanslquotes

একই সঙ্গে ৩ নম্বরে ব্যাট করতে নামবেন বিরাট কোহলি। প্রথম দুই ম্যাচে অতিরিক্ত আগ্রাসী হয়ে নিজের উইকেট খোয়ানোর পর এই ম্যাচে ফর্মে ফিরতে মরিয়া থাকবেন তিনি। তারপর চার নম্বরে লোকেশ রাহুলের নির্বাচিত হওয়া নিশ্চিত। পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন সূর্যকুমার যাদব। দীপক হুডা বা রিশভ পন্থের মধ্যে যিনি খেলবেন তার ৬ নম্বরে নির্বাচিত হওয়া নিশ্চিত। দলে দুই স্পিনার হিসাবে থাকবেন যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর। ফাস্ট বোলার হিসেবে একাদশে সুযোগ পাবেন শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ

প্রথম একাদশটি কিছুটা এমন হতে পারে:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা/রিশভ পন্থ, যুজবেন্দ্র চাহাল, সুন্দর ওয়াশিংটন, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ,

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর