বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) মূলত নিজেদের বোলিংয়ের কারনেই এই মুহূর্তে নাগপুর টেস্টে চালকের আসনে রয়েছে। গতকাল টসে জিতে যখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তখন অনেকেই ভেবেছিল যে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগিয়ে বড় রান করতে পারবে অজিরা। কিন্তু তেমনটা হয়নি। স্মিথ, লাবুশানে, ক্যারি, হ্যান্ডসকম্বরা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও তাদের মধ্যে কেউই ভারতীয় স্পিনারদের সামনে বড় ইনিংস খেলতে পারেননি।
এরপর ভারতীয় দল ব্যাট করতে নামার পর দেখা যায় ভারতের টপ অর্ডারের মধ্যে রোহিত শর্মা ছাড়া বাকি সকলেই ব্যর্থ। নবাগত অজি অফস্পিনার টড মার্ফির ঘূর্ণির সামনে পূজারা, কোহলিরাও নিজেদের উইকেট ছুঁড়ে আসেন। তবে বিরাট কোহলি সাম্প্রতিক সময় অন্যান্য ফরম্যাটগুলিতে ভালোই ছন্দে রয়েছেন। আজ না হোক কাল তিনি রান করবেন। একই ব্যাপার বোঝানোর ক্ষেত্রেও। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ভালো পারফরম্যান্স করেছিলেন তিনি।
কিন্তু লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট নন ভক্তরা। রাহুল দীর্ঘদিন ধরে ব্যর্থ হয়ে যাচ্ছেন জাতীয় দলে। সূর্যকুমার টি-টোয়েন্টি ফরমেটে যতটা ভালো ছন্দে রয়েছেন অন্যান্য ফরম্যাট গুলিতে ততটাই তিনি ছন্দহীন। গতকাল দিনের শেষ মুহূর্তে মার্ফির শিকার হয়েছিলেন রাহুল ২০ রান করে। আজ মাত্র আট রান করার পর লিয়নের বলে বোল্ড হয়েছেন সূর্য। তাদেরকে এই টেস্ট ম্যাচের সুযোগ দিয়ে ভুল করেছেন রোহিত শর্মা, এমনটাই অনেকে মন্তব্য করছেন।
গত কয়েক মাস ধরে অসাধারণ ছন্দে রয়েছেন শুভমান গিল। ব্যাট হাতে গত তিন মাসে ক্রিকেটের তিন ফরম্যাটেই শতরান করেছেন তিনি। ব্যাট হাতে তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। এই অবস্থায় এই বড় সিরিজে তার ওপর কেন ভরসা করা হলো না সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। শেষ পর্যন্ত হয়তো ভারতীয় দল এই ম্যাচটি জিতে যাবে অস্ট্রেলিয়ার ব্যাটারদের স্পিনারদের বিরুদ্ধে অক্ষমতার কারণে। কিন্তু তাতে গিলকে মাঠের বাইরে রাখার এই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হবে না বলে অনেকেরই মন্তব্য।
এই মুহূর্তে নাগপুরে ভারতীয় দল ৩০ রানের বেশি লিড নিয়ে ফেলেছে। বল হাতে অসাধারণ বোলিং করার পর ব্যাটাতেও ক্রিজে জমে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। রোহিত শর্মাকেও ভালো ছন্দে দেখাচ্ছে। নিজের দুর্দান্ত ভঙ্গিতে শতরান সম্পূর্ণ করেছেন এবং প্রথম ভারত অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটে শতরান করার রেকর্ড করেছেন। চতুর্থ ইনিংসে ভারতকে যাতে আর ব্যাট করতে নামতে না হয় সেই ব্যবস্থা করে তবেই ড্রেসিং রুমে ফিরতে চাইবেন রোহিত শর্মা।