বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে সুস্মিতার লাইভে মুখ ঢেকে ‘এন্ট্রি’ প্রেমিক রোহমানের, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: অনেকদিন ধরেই প্রেমিক রোহমান শলের (rohman shawl) সঙ্গে লিভ ইন করছেন সুস্মিতা সেন (sushmita sen)। অভিনেত্রী ও তাঁর দুই পালিতা কন‍্যা রেনে ও আলিশার সঙ্গে দিব‍্যি মানিয়ে নিয়েছেন রোহমান। প্রায়ই নিজের থেকে ১৫ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ছবি, ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। নিজেদের প্রেমটা নিয়ে লুকোছাপা না করে সবার সামনেই নিয়ে এসেছেন তাঁরা।

কিন্তু সম্প্রতি সেই প্রেমে দেখা দিয়েছে ভাঙনের ইঙ্গিত, এমনটাই মনে করছিলেন সুস্মিতা অনুরাগীরা। অভিনেত্রীর সোশ‍্যাল মিডিয়া পোস্ট থেকেই এই ভাঙনের ইঙ্গিত পান তাঁর ভক্তরা। অনেকেই সরাসরি তাঁকে প্রশ্ন করেন রোহমানের সঙ্গে কি বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর? সেই সময়ে কোনো উত্তর না দিলেও সম্প্রতি সব ধোঁয়াশা কাটিয়ে দিয়েছেন সুস্মিতা।

Cover Sushmita Rohman
অতি সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে লাইভ এসেছিলেন সুস্মিতা সেন। একটি পুরস্কার জেতার আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেই লাইভে আসেন তিনি। নারী ক্ষমতায়ন ও সমাজ কল‍্যাণের জন‍্য ‘চ‍্যাম্পিয়নস অফ চেঞ্জ’ পুরস্কার পেয়েছেন তিনি। লাইভে অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন অভিনেত্রী।

সুস্মিতার দুই মেয়ে আলিশা ও রেনেরও দেখা মেলে লাইভে। এরপরেই সবাইকে চমকে দিয়ে লাইভে এন্ট্রি নেন রোহমান শল। তবে প্রথমে হাত দিয়ে মুখ ঢাকতে দেখা যায় তাঁকে। তাঁর কাণ্ড দেখে হেসে ফেলেন অভিনেত্রী। তিনিই জানালেন আসল ব‍্যাপারটা কি। আসলে সেদিন কেটেছেন রোহমান। আর তখনি ভুল করে কেটে ফেলেছেন খানিকটা চুলও।

সুস্মিতার প্রাণখোলা হাসি দেখে স্বস্তিতে তাঁর অনুরাগীরা। রোহমানের সঙ্গে যে তাঁর বিচ্ছেদ হয়নি তা এই লাইভেই বেশ স্পষ্ট হয়ে গিয়েছে। আসলে এর আগে নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন সুস্মিতা। সেখানে নারী ও পুরুষের পারস্পরিক বিশ্বাস নিয়ে মন্তব‍্য করতে দেখা যায় তাঁকে।

https://www.instagram.com/tv/CNufXDJpl0n/?igshid=x28fm9fqeeh8

একটি স্ট‍্যাটাস শেয়ার করেন সুস্মিতা। সেখানে লেখা, ‘সমস‍্যাটা হল মেয়েরা ভাবে ছেলেরা বদলাবে কিন্তু সে বদলায় না। ছেলেরা ভুল করে এটা ভেবে যে মেয়েরা কখনোই ছেড়ে যাবে না, মেয়েরা যাবে।’ অনুরাগীদের প্রশংসার ঢল নামে এই পোস্টে। মহিলাদের অনুপ্রেরণা দেওয়ার জন‍্য অনেকেই ধন‍্যবাদ জানান সুস্মিতাকে।

এই পোস্টেই কয়েকজন প্রশ্ন করেন, সুস্মিতা ও রোহমান কি ব্রেকআপ করে নিয়েছেন? আবার কয়েকজন লেখেন সুস্মিতার বিয়ের জন‍্য অপেক্ষা করছেন তারা। আবার পুরুষদের হয়েও সুর চড়াতে দেখা যায় কয়েকজনকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর