বিয়ের মরশুমে বিচ্ছেদের দুঃসংবাদ! ঘর ভাঙছে সুস্মিতা-রোহমানের?

বাংলাহান্ট ডেস্ক: ফের বিচ্ছেদের কালো মেঘ সুস্মিতা সেন (sushmita sen) ও রোহমান শলের (rohman shawl) সংসারে। বলিউডের সবথেকে জনপ্রিয় জুটিদের মধ‍্যে অন‍্যতম তাঁরা। সুস্মিতার প্রেমে পড়ে তাঁর সঙ্গে সম্পর্কে আসেন মডেল রোহমান। এতদিন ধরে লিভ ইন করতেন তাঁরা। কিন্তু সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, সম্পর্কে ফাটল ধরেছে সুস্মিতা রোহমান।

সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, দুজনের ঝগড়া বেশ চরম পর্যায়ে পৌঁছেছে। সুস্মিতার বাড়ি ছেড়ে বেরিয়েও গিয়েছেন রোহমান। আপাতত এক বন্ধুর বাড়িতে থাকছেন তিনি। কিন্তু আচমকা কেন এই বিবাদ, আর কি সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই? এমনি সব প্রশ্ন উঠছে নেটনাগরিকদের মনে। কিন্তু কোনো উত্তর দেননি অভিনেত্রী।

Cover Sushmita Rohman
উল্লেখ‍্য, এর আগেও সুস্মিতা রোহমানের সম্পর্কে অবনতির গুঞ্জন উঠেছিল। আসলে এর আগে নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন সুস্মিতা। সেখানে নারী ও পুরুষের পারস্পরিক বিশ্বাস নিয়ে মন্তব‍্য করতে দেখা যায় তাঁকে।

একটি স্ট‍্যাটাস শেয়ার করেন সুস্মিতা। সেখানে লেখা, ‘সমস‍্যাটা হল মেয়েরা ভাবে ছেলেরা বদলাবে কিন্তু সে বদলায় না। ছেলেরা ভুল করে এটা ভেবে যে মেয়েরা কখনোই ছেড়ে যাবে না, মেয়েরা যাবে।’ অনুরাগীদের প্রশংসার ঢল নামে এই পোস্টে। মহিলাদের অনুপ্রেরণা দেওয়ার জন‍্য অনেকেই ধন‍্যবাদ জানান সুস্মিতাকে।

এই পোস্টেই কয়েকজন প্রশ্ন করেন, সুস্মিতা ও রোহমান কি ব্রেকআপ করে নিয়েছেন? আবার কয়েকজন লেখেন সুস্মিতার বিয়ের জন‍্য অপেক্ষা করছেন তারা। আবার পুরুষদের হয়েও সুর চড়াতে দেখা যায় কয়েকজনকে। যদিও তারপর বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে সুস্মিতার সোশ‍্যাল মিডিয়া লাইভে যোগ দিয়েছিলেন রোহমান। কিছুদিন আগেও তিনি জানিয়েছিলেন, সুস্মিতার নতুন ওয়েব সিরিজের সাফল‍্য উপভোগ করছেন তাঁরা। তাই হঠাৎ এমন খবরে চিন্তায় অভিনেত্রীর অনুরাগীরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর