মাত্র ১৬ হতেই AIIMS ক্র্যাক, ২২ বছরেই IAS! তবুও চাকরি ছেড়ে অন্য পথেই এই ছেলের আয় ৮৮ লাখ

বাংলাহান্ট ডেস্ক : মাত্র ১৬ বছর বয়সে উত্তীর্ণ হয়েছিলেন এইমসের প্রবেশিকা পরীক্ষায়। ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা পরীক্ষায় চমকে দেওয়া ফল করেছিলেন তিনি। এমবিবিএস কোর্স শেষ করার পর চেয়েছিলেন আরো বড় কিছু করতে। সেই ভাবনা থেকেই ইউপিএসসি পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন। মাত্র ২২ বছর বয়সে ইউপিএসসি ক্র্যাক করে হয়ে যান আইএএস অফিসার।

রোমান সাইনির (Roman Saini) উত্থান 

তবুও জীবনে যেন মিলছিল না কাঙ্খিত সাফল্য। তাই আইএএস হওয়ার ২ বছর পর ছেড়ে দেন চাকরি। শুরু করেন নিজস্ব প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানই আজ ভারতের অন্যতম বৃহৎ অনলাইন এডুকেশন কোম্পানি।অনলাইন এডুকেশন কোম্পানি আনঅ্যাকাডেমির (Unacademy) সহপ্রতিষ্ঠাতা রোমান সাইনির (Roman Saini) জন্ম রাজস্থানের কোটপুতলি এলাকার রাইকরণপুরা গ্রামে।

Roman Saini

ছোট থেকে অত্যন্ত মেধাবী রোমান (Roman Saini) মাত্র ১৬ বছর বয়সে এইমসের প্রবেশিকা পরীক্ষায় পাশ করে এমবিবিএস কোর্সে ভর্তি হন। ২১ বছর বয়সে এমবিবিএস ডিগ্রি লাভ করে শুরু করেন প্র্যাকটিস। তবে চিকিৎসা শাস্ত্রের গণ্ডি পেরিয়ে রোমান চাইছিলেন আরো বড় কিছু করার। সেই ভাবনা থেকেই বসেন ইউপিএসসি (Union Public Service Commission) পরীক্ষায়।

আরোও পড়ুন : জেতা ছাড়া আর নেই উপায়! তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন বড় পরিবর্তন, সামনে এল আপডেট

২০১৩ সালে মাত্র ২২ বছর বয়সে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস (IAS) অফিসার হন রোমান। কাজ শুরু করেন মধ্যপ্রদেশে ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে। তবে এই চাকরি কিছুতেই মন ভরাতে পারছিল না রোমানের। ২০১৫ সালে চাকরি ছেড়ে দিয়ে শুরু করেন নিজস্ব এডুকেশনাল ইনস্টিটিউট। গৌরব মুঞ্জাল ও হেমেশ সিংয়ের সঙ্গে রোমান প্রতিষ্ঠা করেন আনঅ্যাকাডেমি। প্রথমে ইউটিউবের মাধ্যমে চলত শিক্ষাদান।

Facade image1 43387e8e2d

তারপর ধীরে ধীরে পরিধি বৃদ্ধি শুরু করতে থাকে আনঅ্যাকাডেমি। বর্তমানে রোমানের সংস্থার বাজার মূল্য প্রায় ২৬,০০০ কোটি টাকা। একটি রিপোর্ট জানিয়েছে, ২০২২ সালে রোমানের বার্ষিক আয় ছিল প্রায় ৮৮ লক্ষ টাকা। আনঅ্যাকাডেমি তাদের অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির পাঠ দিয়ে থাকে। ধৈর্য, পরিশ্রম ও নিষ্ঠা যে মানুষকে তার কাঙ্খিত সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে তার অনন্য দৃষ্টান্তই স্থাপন করেছেন রোমান।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর