বাংলা হান্ট নিউজ ডেস্ক: রিয়াল মাদ্রিদে ফিরছেন রোনাল্ডো? মরক্কোর কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘটে গিয়েছে পর্তুগালের। রোনাল্ডো সেদিন প্রথম একাদশে ছিলেন না। বেঞ্চ থেকে ৩০ মিনিটের জন্য মাঠে নেমে জোয়াও ফেলিক্সকে একটা সুযোগ তৈরি করে দেওয়া এবং দুর্দান্ত একটি দৌড়ে অফসাইড ট্র্যাপ ফাঁকি দিয়ে মরক্কোর গোলরক্ষকে একবার পরীক্ষা নেওয়া ছাড়া আর কিছুই করতে পারেননি তিনি। দুই ক্ষেত্রেই ইয়াসিন বোনো দুর্দান্তভাবে তার প্রচেষ্টাকে রুখে দেন।
ম্যাচ হেরে চোখের জলে সেদিন মাঠ ছাড়তে হয়েছিল সিআরসেভেনকে। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ওঠা যেন শুধু সময়ের অপেক্ষা। সেখানে তার দল আরও একবার ব্যর্থ। ৩৮-এর দোরগোড়ায় দাঁড়ানো ক্রিশ্চিয়ানো এই প্রথমবার কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের ছাপ ছাড়তে ব্যর্থ হয়েছেন।
কিন্তু আচমকাই আজ তাকে দেখা গেল নিজের পুরোনো আস্তানায়। রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবাবাসে গা ঘামাতে দেখা গিয়েছে পর্তুগিজ মহাতারকাকে। এর আগে ২০০৯ থেকে ২০১৮ অবধি টানা ৯ বছর এইখানে অনুশীলন সেরেই তারপর সাদা জার্সি গায়ে চাপিয়ে বিপক্ষ ডিফেন্সকে নাস্তানাবুদ করতেন ক্রিশ্চিয়ানো। তবে কি ফের একবার রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যাবে পর্তুগিজ মহাতারকাকে?
না, তেমন সম্ভাবনা নেই বললেই চলে। নিজেকে ফিট রাখার জন্য রোনাল্ডো অনুশীলনের মধ্যে থাকতে চান এবং সেইজন্য নিজের পুরোনো ক্লাবের কাছে তাদের অনুশীলনের মাঠে নিজের ট্রেনিং করার অনুমতি চেয়েছিলেন সিআরসেভেন। রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা ফুটবলারকে না করার প্রশ্নই উঠেনি রিয়াল মাদ্রিদ ক্লাবের তরফ থেকে। ডিসেম্বর মাসেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন রোনাল্ডো। তার পরবর্তী ক্লাব সম্পর্কে এখনও কারোরই কোনও ধারণা নেই, এমন অবস্থায় রিয়াল মাদ্রিদের অনুশীলন কেন্দ্রে তাকে অনুশীলন করতে দেখে অনেকেই কৌতূহল প্রকাশ করেছিলেন। কিন্তু সিআরসেভেনের স্পেনে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।