বাংলাহান্ট ডেস্কঃ জুভেন্টাসের জার্সি গায়ে পরপর দু’বছর সিরি এ জিতলেও দু’বছরই চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ জুভেন্টাস। আর তাই এবার জুভেন্টাস ছাড়তে চলেছেন বিশ্ব ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তুরিনের ক্লাব জুভেন্টাস ছেড়ে পিএসজিতে রোনাল্ডোর যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে পিএসসি নয় বার্সেলোনায় যেতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্টাসের তরফে ইতিমধ্যেই বার্সেলোনার কাছে রোনাল্ডোকে কেনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক গুইলাম বাগালে এক অবাক করা তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন রোনাল্ডোকে ধরে রাখতে গেলে যে কোন দলকে মোটা অঙ্কের আর্থিক বেতন দিতে হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। কিন্তু করোনা পরবর্তী সময়ে দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকার কারণে এই মুহূর্তে জুভেন্টাসের সেই আর্থিক অবস্থা নেই।
আর সেই কারণেই জুভেন্টাসের তরফে রোনাল্ডোকে পিএসজি সহ বিশ্বের বড় বড় ফুটবল ক্লাব এর কাছে নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে বার্সেলোনাও। শেষ পর্যন্ত যদি এমনটাই হয় অর্থাৎ রোনাল্ডো বার্সেলোনায় যোগদান করেন তাহলে বর্তমান বিশ্ব ফুটবলের দুই মহা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি একই দলের হয়ে ফুটবল খেলবেন। এটা যে কোনো ফুটবল ভক্তদের কাছে কার্যত স্বপ্ন পূরণের মত।