বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের এই ফরোয়ার্ডের ফুটবল দক্ষতা দেখে অনেকেই অবাক হয়েছেন। লিওনেল মেসির সাথে একই সারিতে থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর। তবে রোনাল্ডোর মা মারিয়া দোলোরেস দস স্যান্টোস আভেইরো মনে করেন আরও অনেক বেশি পরিমাণে ব্যালন ডি’অর জিততে পারবেন রোনাল্ডো। শুধুমাত্র ফুটবল মাফিয়াদের জন্য সেটা সম্ভব হয় নি। এছাড়াও তিনি বলেন ফুটবল মাফিয়ারা বারেবারে রোনাল্ডো কে নিশানা করেছেন কারণ তিনি স্পেন বা ইংল্যান্ডের ফুটবলার নয় তাই।
প্যারিসে আগামী ডিসেম্বর মাসে হতে চলেছে ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠান। তার ঠিক এক মাস আগে রোনাল্ডোর মত একজন বিশ্ববিখ্যাত ফুটবলারের মা এর এমন মন্তব্য ফুটবল দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। এইদিন রোনাল্ডোর মা পর্তুগালের একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে এই মুহূর্তে ফুটবল দুনিয়ার মাফিয়া আধিপত্য বেড়ে গিয়েছে। মাফিয়াদের দ্বারা ফুটবলের কাজকর্ম প্রভাবিত হচ্ছে। আর তাই রোনাল্ডো বেশ কয়েকটি ব্যালন ডি’অর পুরস্কার জেতা থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়াও রোনাল্ডোর মা দাবি করেন যে রোনাল্ডো যদি পর্তুগালের নাগরিক না হয়ে স্পেন কিংবা ইংল্যান্ডের নাগরিক হতেন তাহলে আরও অনেক বেশি পরিমাণে ব্যালন ডি’অর জিততে পারতেন তিনি।
এছাড়াও এইদিন রোনাল্ডোর মা দাবি করেন যে জুভেন্টাসের হয়ে সব কিছু করেছে রোনাল্ডো। আর তাই এবারের ব্যালন ডি’অর পুরস্কার রোনাল্ডোর জেতা উচিৎ। শুধুমাত্র রোনাল্ডোর মা একা নয় এর আগেও ফুটবলে অর্থের প্রভাব এবং মাফিয়া রাজ নিয়ে সরব হয়েছিলেন জুভেন্টাসের তারকা বোন এলমা দল স্যান্টোস।