চলছিল পাঠান, আচমকাই ভেঙে পড়ল সিনেমার ছাদ! কান্দিতে ভয়াবহ কাণ্ড, জখম বহু

বাংলাহান্ট ডেস্ক : গতকাল অর্থাৎ ২৫শে জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাডুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহাম অভিনীত সিনেমা ‘পাঠান’ (Pathaan)। বেশ রমরমিয়ে চলছে এই সিনেমা, এবং দর্শক প্রতিক্রিয়াও যথেষ্ট নজরকাড়া। সরস্বতী পুজো (Saraswati Puja) এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেশ ভালোই ভিড় হচ্ছে সিনেমা হলগুলিতে (Movie Hall)। কিন্তু এর মধ্যেই ঘটে গেলো চরম বিপর্যয়।

মাথার ওপর ধসে পড়লো সিনেমা হলের ছাদ। এর ফলে এলাকা জুড়ে চরম অশান্তির সৃষ্টি হয়েছে। সিনেমা হলের ছাদ ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে ‘ছায়াপথ’ সিনেমা হলে। এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েছেন পাঁচ জন, এবং এর মধ্যে একজনের অবস্থা খুব খারাপ হয়ে পড়ায় তাকে সঙ্গে সঙ্গে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার পর।

এই দিন সরস্বতী পুজো উপলক্ষে ওই সিনেমা হলে ভিড় প্রায় উপচে পড়তে থাকে। একে তো শাহরুখ, তার ওপর সরস্বতী পুজোর উৎসব, আর কে পায় দর্শকদের। সিনেমা হলটি পুরোনো হওয়ায় বেশী ভিড় হওয়ায় হঠাৎ করে সিনেমা হলটি প্রথমে কেঁপে ওঠে, এবং তারপরেই ধসে পড়ে এর ছাদ। এই ছাদের নিচে যে পাঁচ জন বসে ছিলেন, তাদের ওপরই ভেঙে পড়ে ওই ছাদ। বাকি চার জনকে ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে।

Nandigram bomb blast killed a teenager! Two more injured

এই প্রসঙ্গে কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বলেন যে, যেহেতু এটি অনেক দিনের পুরোনো বিল্ডিং, তাই হঠাৎ করে ভেঙে পড়লো এর ছাদ। এটি খুব খারাপ একটি ঘটনা। তাঁদের পৌরসভা থেকে পরিকল্পনা করে আপাতত হলটি বন্ধ করা হয়েছে। কিন্তু আর যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই লক্ষ্য রাখা হবে। তবে এই নিয়ে বিরোধী পক্ষ নানা ভাবে সমালোচনা করছে, যে কেন এতদিনের পুরোনো বিল্ডিং হওয়া সত্ত্বেও সেগুলিকে মেরামত করা হয়নি? দর্শকদের প্রাণ হাতে করে সিনেমা দেখতে হচ্ছিলো এতদিন। তবে কেন শাসক দল এই বিষয়ে গুরুত্ব দেননি?


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর