প্রয়োজন হবে না এসির! একবাটি বরফেই ঠান্ডা করে ফেলুন ঘর, দেখে রাখুন দুর্দান্ত এই টিপসটি

বাংলাহান্ট ডেস্ক : ৮ থেকে ৮০, গরমে নাজেহাল সবাই। চৈত্রের শেষে দাপট দেখাচ্ছে গরম। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলেছে। রাজ্যের একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। তাই অনেকেই এই অবস্থায় ছুটছেন এসি কিনতে। কিন্তু এসি কিনলেই তো হল না, প্রতিমাসে বিদ্যুতের বিল দিতে গিয়ে অনেকেরই গলদঘর্ম অবস্থা হয়।

এমন অবস্থায় তাই অনেকেই বিভিন্ন টোটকা অনুসরণ করেন। এই টোটকা অনুসরণ করলে অত্যন্ত সস্তায় মুক্তি পাওয়া যায় গরম থেকে। কিছু বছর আগে পর্যন্ত এসি ছিল না। তবে তখন গরম তো পড়ত! তখন কীভাবে মানুষ ঘর ঠান্ডা করত জানেন? এই ধরনের অসংখ্য ছোট ছোট টোটকা মানলে আপনারা ঠান্ডা করতে পারবেন ঘর। আজ আমরা তেমনই একটি কৌশল সম্পর্কে আলোচনা করব।

আরোও পড়ুন : মেয়াদ শেষের আগেই পদত্যাগ বন্ধন ব্যাঙ্কের CEO’র! চন্দ্রশেখর সরে দাঁড়াতেই দেশজুড়ে চর্চা তুঙ্গে

প্রথমে প্রয়োজন হবে এক বাটি বরফের। এই একবাটি বরফের সাহায্যে ঠান্ডা করা যেতে পারে গোটা ঘর। তবে বরফ দিয়ে ঘর ঠান্ডা করার আগে কিছু জিনিস করে ফেলতে হবে।

আরোও পড়ুন : প্রাক্তন LIC এজেন্ট থেকে আজকের বিলিয়নিয়ার! কীভাবে এত টাকার মালিক হলেন লছমন দাস মিত্তাল?

মোটা পর্দা বা কাপড় দিয়ে ঢেকে ফেলতে হবে ঘরের জানলা। দেখতে হবে যাতে বাইরের তাপ ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে। দিনের বেলা বন্ধ রাখতে হবে জানলা। এরপর প্রয়োজন হবে একটি টেবিল ফ্যানের।

how to make diy ice air conditioning fan ice cubes heatwave 1639057

একজস্ট ফ্যানের সাহায্যে ঘরের ভেতরের গরম হওয়া বাইরে বের করে দিতে পারেন। এই একজস্ট ফ্যানের সাহায্যে ঘরের গরম হাওয়া বেরিয়ে গেলে ঘর ঠান্ডা হবে। একই সাথে ভিজে তোয়ালে বা কাপড় ঝুলিয়ে রাখতে পারেন জানলায়।

তারপর টেবিল ফ্যান চালাতে হবে ঘরে। এক বাটি বরফ রেখে দিতে হবে টেবিল ফ্যানের সামনে। টেবিল ফ্যানের হওয়ার মাধ্যমে গোটা ঘরে ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়বে। এসি ছাড়াই ঠান্ডা হবে আপনার ঘর।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর