শীতের দিনে নিশ্চিন্তে ব্যবহার করছেন রুম হিটার? ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে শরীরে, জানলে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: পড়ে গিয়েছে ডিসেম্বর মাস, হাড় কাঁপুনি শীত পড়লো বলে। ইতিমধ্যেই প্রত্যেক বাঙালির ঘরে লেপ-কম্বল বেরিয়ে পড়েছে। রাত হলেই ঠান্ডা আপনার দরজার সামনে হাজির। কিন্তু এই শীতের হাত থেকে বাঁচতে লেপ-কম্বলও যেন কম পড়ে যায়। তাই অনেকেই ভরসা করেন রুম হিটারের (Room Heater) উপর। রুম হিটার বাড়িতে থাকার ফলে অতিরিক্ত শীতের চিন্তা থাকেনা। কিন্তু শীতের হাত থেকে বাঁচতে যে রুম হিটারের ব্যবহার করছেন জানেন এতে আপনার শরীরে কি কি ক্ষতি হচ্ছে? এই ছোট্ট যন্ত্র আপনার শরীরে জন্ম দিচ্ছে একাধিক ভয়ংকর রোগের।

রুম হিটারের (Room Heater) ফলে শরীরে বাড়ছে রোগ ব্যধি

বাড়িতে বয়স্ক মানুষেরা থাকলে অনেকেই এই রুম হিটারের (Room Heater) উপর ভরসা করেন। কারণ চরম শীত সইতে পারেনা বয়স্ক ব্যক্তিরা। তাই রুম হিটার লাগিয়ে ঘর গরম করা হয়। চিকিৎসকরা বলছেন, এই হিটার আপনার শরীরকে বিভিন্ন মাত্রায় ক্ষতি করছে। এই বিষয়ে চিকিৎসকরা বিরাট তথ্যও প্রকাশ করেছেন।

রুম হিটার থেকে ঠিক কি ক্ষতি হয় দেখুন:

১) শ্বাসকষ্ট: বাড়িতে রুম হিটার থাকলে শ্বাসকষ্টের মাত্রা কয়েকগুণ বেড়ে যায় তার কারণ হচ্ছে, এই রুম হিটার চলে বিশিষ্ট গ্যাসের দ্বারা। এই গ্যাস থেকে নির্গত হয় সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড। এই উপাদান গুলি ঘরের বাতাসকে দূষিত করে তোলে। আর সেগুলি আমাদের শরীরে প্রবেশ করে। ফলে শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি হয়।

২) ত্বক শুষ্ক: শীতকাল পড়লো মানে ত্বক নিয়ে চিন্তা শুরু হয়ে যায়। শীতের সময় আমাদের ত্বক বেশি শুষ্ক ও খসখসে হয়ে পড়ে। আর এই সময় যদি রুম হিটার (Room Heater) চলে তাহলে ত্বক আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, হিটারের ভিতরে নানা ধরনের ধাতব ও সিরামিক উপাদান থাকে। যা বিদ্যুতের সাহায্যে গরম করে তাপ উৎপন্ন হয়। ফলে ওই ঘরে আদ্রতা এবং অক্সিজেন কমতে থাকে। আর ঠিক এই কারণে বাড়িতে রুম হিটার থাকলে ত্বক শুষ্ক হয়ে যায়।

৩) মাথা যন্ত্রণা: মাথা যন্ত্রণার অন্যতম কারণ হচ্ছে এই রুম হিটার। কারণ রুম হিটার থেকে কার্বন মনোক্সাইড নির্গত হয়। আর এই কার্বন মনোক্সাইড হয়ে থাকে রং এবং গন্ধহীন। শ্বাস নেওয়ার সময় শরীরে গেলে বিষক্রিয়া হতে পারে। বিশেষ করে প্রভাব ফেলে মাথায়। এই গন্ধ বর্ণহীন গ্যাস চট করে মাথা যন্ত্রণা বাড়িয়ে তোলে, এমনকি বমি বমি ভাব, গা পর্যন্ত গুলিয়ে ওঠে। তাই আজ থেকে এই বিষয়ে সাবধান হয়ে যান।

Room Heater bad effects on body.

৪) ব্রঙ্কাইটিস: যাদের ব্রঙ্কাইটিসের সমস্যা রয়েছে তাদের ঘরে রুম হিটার না থাকাই মঙ্গল। কারণ চিকিৎসকদের মতে, এই যন্ত্র থেকে নির্গত বাতাস ফুসফুসের সমস্যা আরো বাড়িয়ে তোলে। যদি রুম হিটার রাখতেই হয় তাহলে সাধারণ হিটারের বদলে অয়েল হিটার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

আরও পড়ুনঃ ১০ ডিগ্রিতে নামবে তাপমাত্রা, হবে বৃষ্টিও! আগামী সাত দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? আগাম খবর

৫) এলার্জি (Allergy): কারো যদি এলার্জি সমস্যা থাকে তাহলেও এই যন্ত্র বাড়িতে না থাকাই ভালো। আর থাকলেও আপনি রুম হিটার থেকে (Room Heater) দূরত্ব বজায় রাখুন। কারণ এই উত্তপ্ত যন্ত্র থেকে এমন সব গ্যাস নির্গত হতে থাকে যা আপনার শরীরে এলার্জির প্রভাব বাড়িয়ে তোলে। তাই সাবধান।

আরও পড়ুনঃ জাল নোটের বাড়বাড়ন্ত রুখতে শেষ ভরসা প্লাস্টিক! অর্থনীতিকে চাঙ্গা করতে নয়া উপায় “ধুরন্ধর” পাকিস্তানের

এছাড়াও যাদের অ্যাজমা, কাশি, সাইনাস, চোখে সমস্যা রয়েছে তাদের জন্যও রুম হিটার ব্যবহার না করাই ভালো। আর যদি হিটার ব্যবহার করতেই হয় তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর চা, কফি পান করুন। ত্বকের আদ্রতা বজায় রাখার জন্য ময়েশ্চারাইজার, তেল ইত্যাদি ব্যবহার করতে থাকুন. তাহলে আপনার প্রাণ সংশয় কম।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর