সুশান্তের মৃত‍্যুতে সিবিআই তদন্তের দাবি বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলীর

বাংলাহান্ট ডেস্ক: এবার সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুতে সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলী (roopa ganguly)। সুইসাইড নোট ছাড়াই পুলিস কিভাবে অভিনেতার মৃত‍্যুকে আত্মহত‍্যা বলে দাবি করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রূপা। সেই সঙ্গে আরও কয়েকটি প্রসঙ্গ নিয়ে সরব হতে দেখা গিয়েছে তাঁকে।
নিজের টুইটার হ‍্যান্ডেলে পরপর কয়েকটি টুইটের মাধ‍্যমে সুশান্তের মৃত‍্যুতে পুলিসের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রূপা গাঙ্গুলী। সুশান্তের অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ ঠিকমতো দেখা হয়েছিল কিনা, সুশান্তের মৃত‍্যুর পরের দিন কেন ঘটনাস্থলে পৌঁছাল ফরেন্সিক বিশেষজ্ঞ দল, এমনই কিছু প্রশ্ন টুইটের মাধ‍্যমে তুলে ধরেছেন তিনি।

সুশান্তের মৃত‍্যুর আগে তাঁর ঘনিষ্ঠ আরও তিনজন ব‍্যক্তির অস্বাভাবিক মৃত‍্যু হয়। সেই প্রসঙ্গও টেনে এনেছেন রূপা গাঙ্গুলী। সেই সঙ্গে টুইটগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকেও ট‍্যাগ করেছেন তিনি।

সুশান্তের (sushant singh rajput) মৃত‍্যুতে সিবিআই তদন্তের দাবি তুলে এর আগে সরব হয়েছেন এজাজ খান ও বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। অভিনেতার মৃত‍্যুর সঠিক তদন্ত চেয়ে সকলে নিজের বাড়িতে মোমবাতি জ্বালান। ভবিষ‍্যতে আর যেন কেউ আত্মহত‍্যা না করে, এই দাবি জানিয়ে সরব হন এজাজ খান।
নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করেন এজাজ খান। সেখানে তিনি বলেন, ‘আগামী ২৬ জুন আমার বন্ধু সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর ১৩ দিন পূর্ণ হচ্ছে। আমি অনুরোধ করছি, ওইদিন সকলে তাঁর মৃত‍্যুর বিচার চেয়ে বাড়িতে একটি মোমবাতি জ্বালান, সেই ভিডিও পোস্ট করুন সোশ‍্যাল মিডিয়ায়। যাতে সুশান্তের মৃত‍্যুর সিবিআই তদন্ত হয়। আর যেন কোনও অভিনেতাকে আত্মহত‍্যা করতে না হয়’।

IMG 20200614 WA0003

সম্প্রতি সুশান্তের স্মৃতির উদ্দেশে এক স্মরন সভার আয়োজন করা হয় তাঁর পাটনার বাড়িতে। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও। সেখানে অভিনেতার মৃত‍্যুর জন‍্য সিবিআই তদন্তের দাবি জানান তিনি। পাশাপাশি সুশান্তের পরিবারের সদস‍্যদের সঙ্গেও কথা বলেন তিনি। তাঁদের মন শক্ত করার কথা বলেন বিজেপি সাংসদ।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারওর সঙ্গে পরিচয় না থাকলে একজন বাইরের মানুষের পক্ষে এই জগতে টিকে থাকা বেশ কঠিন। কিন্তু তা সত্ত্বেও এমন কি পরিস্থিতি তৈরি হল যার জন‍্য আত্মহত‍্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ‍্য হলেন সুশান্ত, তা জানার জন‍্য সিবিআই তদন্ত জরুরি বলে মন্তব‍্য করেন বিজেপি সাংসদ।
লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসওয়ানও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সুশান্তের মৃত‍্যুতে। মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও দেখা করেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর