বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালে (Bengali Serial) অভিনেতা অভিনেত্রী বদল হওয়া নতুন ব্যাপার নয়। কিন্তু মুখ্য চরিত্রের নায়ক নায়িকা বদলে যেতে খুব একটা দেখা যায় না। আর ঠিক সেই কাণ্ডটাই ঘটল ‘মেয়েবেলা’ সিরিয়ালে। রাতারাতি বাদ পড়ে গেলেন বীথি মাসি অর্থাৎ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। তাঁর জায়গায় এলেন অন্য অভিনেত্রী।
মেয়েবেলা সিরিয়ালের হাত ধরেই অভিনয় তথা ছোটপর্দায় কামব্যাক করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী তথা বিজেপি নেত্রীর কামব্যাকের খবরে উচ্ছ্বসিত হয়েছিলেন দর্শকরা। মেয়েবেলা সিরিয়ালের টিমের ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছিল রূপার মুখে। তিনি বলেছিলেন রাজনীতির কাজ, সামাজিক কাজ সামলেও অভিনয় করবেন তিনি। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বাদ পড়লেন রূপা।
বলা ভাল, অভিনেত্রী নিজেই নিজেকে সরিয়ে নিয়েছেন। বিগত কয়েকটি পর্বে বীথি মাসির দেখা পাওয়া যাচ্ছিল না সিরিয়ালে। রূপা গঙ্গোপাধ্যায়কে না দেখতে পেয়ে অধৈর্য হয়ে উঠেছিলেন দর্শকরাও। গুঞ্জন শোনা যাচ্ছিল, রূপা গঙ্গোপাধ্যায় নাকি বেরিয়ে যেতে চলেছেন সিরিয়াল থেকে। কার্যত ঘটলও সেটাই।
সাম্প্রতিকতম পর্বে রূপার বদলে সিরিয়ালে এন্ট্রি নিলেন অভিনেত্রী অনুশ্রী দাস। বড়পর্দা এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ তিনি। হঠাৎ করে রূপা গঙ্গোপাধ্যায়ের জায়গায় তাঁকে দেখে অবশ্য অবাক হয়ে গিয়েছেন দর্শকরা। অনেকেই বিরক্তিও প্রকাশ করেছেন এমন রাতারাতি মুখ বদলানোয়।
রূপা গঙ্গোপাধ্যায়ের অভিনয় নিয়ে ট্রোলিং কম হয়নি একসময়। অনেকের মনে হয়েছিল তিনি নাকি ‘ওভারঅ্যাকটিং’ করছেন। কিন্তু হঠাৎ করে রূপা গঙ্গোপাধ্যায়ের সরে যাওয়ার কারণ কী? শোনা যাচ্ছে, বিথীকা চরিত্রটির রূপায়ণ নিয়ে নাকি আপত্তি প্রকাশ করেছিলেন তিনি। নির্মাতাদের সঙ্গে মতবিরোধ হয় তাঁর। আবার এমনো শোনা যাচ্ছে, টিআরপির নিরিখে অনেক বেশি পারিশ্রমিকের জন্য সরে যেতে হয়েছে অভিনেত্রীকে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রূপা গঙ্গোপাধ্যায়।