বাংলাহান্ট ডেস্ক: দু বছর পূর্ণ হতে চলল সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যুর ঘটনার। হ্যাঁ, অস্বাভাবিক। কারণ এই দু বছরেও সুশান্তের মৃত্যুর কারণটা ধোঁয়াশা হয়েই রয়ে গিয়েছে। আদৌ তিনি আত্মহত্যা করেছিলেন নাকি ঠাণ্ডা মাথার পরিকল্পিত খুন ছিল তা এখনো জানা যায়নি। কিন্তু দু বছর পরেও সুশান্ত রয়ে গিয়েছেন অনেকের মনে। অভিনেত্রী সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের (Roopa Ganguly) স্মৃতিতেও।
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে সুশান্তের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে সাড়া পড়ে যায় সর্বত্র। সুশান্তের মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল প্রায় এক বছর ধরে। সমস্যা পৌঁছেছিল রাজনৈতিক মহলেও। তিন তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোমর বেঁধে নেমেছিল রহস্যমৃত্যুর তদন্তে। কিন্তু সেই তদন্ত যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে।
কিন্তু সুশান্তকে ভোলেননি তাঁর ভক্তরা। দু বছর আগে শুরু হওয়া ‘জাস্টিস ফর এসএসআর’ ট্রেন্ডটি এখনো বজায় রেখেছেন তারা। এবার প্রয়াত অভিনেতার স্মৃতিচারণ করে মনের কষ্ট প্রকাশ করলেন প্রাক্তন অভিনেত্রী তথা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি সুশান্তের দুটি ছবি শেয়ার করে টুইটে তিনি লিখেছেন, ‘আজকে ১৪, আরো একটা ১৪ চলে গেল। আমি তোমার ভিডিওগুলো দেখি, পারফরম্যান্স দেখি, তোমাকে মিস করি বেটা। চুপচাপ দিনটা অতিবাহিত করি, তোমাকে মনে করি সুশান্ত। জানিনা আর কত মাস, কত বছর সুশান্তের বিচারের জন্য অপেক্ষা করতে হবে। সবসময় হাসতে থেকো।’
রূপার টুইটটি রিটুইট করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। তিনি লিখেছেন, ‘আপনি সুশান্ত ভাইকে বেটা বলছেন, এটা খুব আন্তরিক রূপা জি। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি কবে সিবিআই আমাদের সত্যিটা জানাবে।’
You calling @itsSSR(Bhai) #Beta is so heartwarming @RoopaSpeaks Roopa Ji. We are patiently waiting for CBI to tell us the truth. #justiceforSushanthSinghRajput https://t.co/sP9Z0UA3xc
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) November 7, 2022
সুশান্তের মৃত্যুর ঘটনায় বলিউডের তাবড় অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজকদের নিয়ে টানাহেঁচড়াও কম হয়নি। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, ইডি, সিবিআই এর সামনে দফায় দফায় হাজিরা দিয়েছেন তাঁরা। কয়েকজন লাগাতার ট্রোলের কারণে সোশ্যল মিডিয়া থেকেও অবসর নিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তারা আবার ফিরেছেন স্বমহিমায়। তবে বলিউডের এই দুঃসময়ে অনেকেই প্রয়াত সুশান্তের কথা মনে করেন।