‘এত বোকা কথা ওঁনার থেকেই আশা করা যায়’! RG Kar কাণ্ডে মমতাকে বিঁধলেন রুপা

বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ সকলের কন্ঠে এখন একটাই সুর জাস্টিস ফর আরজিকর। দেখতে দেখতে দু সপ্তাহ পার তারপরেও নেই কোন বিচার। আরজিকরের (RG Kar) তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ-হত্যাকাণ্ডে (Rape-Murder) অপরাধীদের উপযুক্ত বিচার চেয়ে রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ-আন্দোলন।

RG Kar কাণ্ডে মমতা বন্দোপাধ্যায়কে বিঁধলেন রুপা গাঙ্গুলি (Roopa Ganguly)

কিন্তু ওই নির্মম হত্যাকাণ্ডের পরদিন সঞ্জয় রায় নামে এক অভিযুক্ত গ্রেপ্তার হলেও এখনও পর্যন্ত তদন্ত প্রক্রিয়ায় কোন গতি আনতে পারিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এরই মধ্যে রাজনীতি ভুলে শনিবার রাতে আর্টিস্ট ফোরামের প্রতিবাদ অবস্থানে এক মঞ্চে হাজির হলেন দেব রূপা গঙ্গোপাধ্যায়, আর রুদ্রনীলের মত টলিউড তারকরা।

এদিনের মঞ্চে দেবের হাতে হাত ধরে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) ‘তিলোত্তমা’র  বিচার চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কড়া ভাষায় নিশানা করতে কিন্তু ছাড়েননি তিনি। আরজিকারের ঘটনার পর রাজ্যের মেয়েদের সুরক্ষার দাবিতে বারবার সরব হয়েছেন সকলে। তাই তড়িঘড়ি মেয়েদের সুরক্ষার কথা মাথায় রেখে রাত্রে ‘রাত্রি সাথী অ্যাপ’ চালু করেছে রাজ্য সরকার।

সেইসাথে উল্লেখ করা হয়েছিল এবার থেকে মেয়েদের যতটা সম্ভব নাইট ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হবে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে অনেকেই ‘পাগলের প্রলাপ’ বলে কটাক্ষ করছেন। আর এবার একেবারে  সরাসরি মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় বিঁধলেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)।

আরও পড়ুন : বাড়ি বসেই আয় হবে ৫০ হাজার! কম পুঁজির এই ব্যবসা করলেই হবে বিরাট লক্ষ্মী লাভ

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপা (Roopa Ganguly) বলেছেন, ‘সময়সীমা বেঁধে দিয়ে মেয়েদের নাইট ডিউটি আটকানো প্র্যাক্টিকালি পসিবল নয়। রাত ৮টার পর কি প্লেন উড়বে না! হাসপাতালে মহিলা ডাক্তাররা রোগী দেখবেন না? উনি এসব কথা বললে তো চলবে না। মাননীয়া মুখ্যমন্ত্রীর কল্পনাপ্রসূত ভাবনা এগুলো। এত বোকা কথা ওঁনার থেকেই আশা করা যায়’।

Roopa Ganguly

এছাড়াও এদিন নির্যাতিতা তরুণীর মায়ের বুকফাটা আর্তির কথা উল্লেখ করে রুপা বলেছেন, ‘ওই ডাক্তার মেয়েটির মা’র কথা যখন শুনছি না… বলছেন- ওকে যখন মারছিল ও হয়ত কত মা-মা করে ডেকেছি আমি ঘুমিয়ে ছিলাম তখন। এই কথাগুলো প্রত্যেক মায়ের বুকে বাজছে’।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর