‘আমার প্রণাম নিও, একটু দেখো প্লিজ’, নতুন বছরেই ভারতমাতাকে চিঠি লিখে সংবাদ শিরোনামে রূপা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহকে সঙ্গে নিয়ে হলেও, এসে গিয়েছে নতুন বছর। আর নতুন বছর শুরু হতে না হতেই সবাই সবাইকে শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে। সেইসঙ্গে শুভেচ্ছা বিনিময়ের ট্রেন্ড শুরু হয়েছে স্যোশাল মিডিয়াতেও। সেই জোয়ারে গা ভাসালেন বিজেপির (bjp) সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ও (roopa ganguly)।

আর সকলের থেকে একটু ভিন্ন স্বাদেই নতুন বছরের শুভেচ্ছা জানালেন রূপা গঙ্গোপাধ্যায়। পোস্টকার্ডে করে নতুন বছরের শুভেচ্ছা লিখে ভারতমাতাকে পাঠালেন বিজেপি সাংসদ। মাত্র ৫০ পয়সার সেই পোস্টকার্ডে ভারতমাতাকে চিঠি লিখে তা ফেসবুকে ছবি তুলে পোস্ট করলেন রূপা গঙ্গোপাধ্যায়।

bbvbbv

সেখানে তিনি লিখেছেন, ‘মা, এই কটা বছর বড় ঝামেলায় কাটল সকলের। সবাইকে বিপদমুক্ত কর। নতুন বছর যেন সবার ভালো কাটে। একটু দেখো প্লিজ। মা- আমার প্রণাম নিও। তোমার স্নেহের রূপা। পু‌নশ্চ‍ঃ ও! ভুলেই গেছি বলতে, আজ ৩১ ডিসেম্বর Income tax payment করা হয়ে গিয়েছে। নিশ্চিন্ত’।

হঠাৎ কেন এমন পোস্ট করলেন রূপা গঙ্গোপাধ্যায়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তবে কিছুদিন ধরেই বিজেপি এবং রূপা গঙ্গোপাধ্যায়ের মধ্যে একটা গরম আবহাওয়া বিরাজ করছে। যা নিয়েও রাজনৈতিক মহলে কম জলঘোলা হচ্ছে না। ফেসবুকে তাঁর দীর্ঘ পোস্ট, প্রার্থী নির্বাচন নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হওয়া, কোনকিছুই আর অজানা নয়।

বলা যেতেই পারে, বর্তমান সময়ে বিতর্কিত পোস্ট থেকে শুরু করে বিতর্কিত মন্তব্য করার কারণে, বিদ্রোহী রূপাকে নিয়ে কিছুটা অস্বস্তিতেই রয়েছে বিজেপি শিবির।

Smita Hari

সম্পর্কিত খবর